কলকাতা, 30 মার্চ : সম্প্রতি এক ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল উত্তর দমদম পুরসভা এলাকার দুর্গানগরে ৷ 100 জন প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করে ৷ সফল প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় ক্যারাটের পরবর্তী ধাপে যাওয়ার ছাড়পত্র ৷
এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেইগো কাই ক্যারাটে অ্যান্ড কিক বক্সিং অ্যাকাডেমি-র তরফে ৷ ওই অ্যাকাডেমির তরফে সেনসি দেবল বোস জানান, ক্যারাটের প্রশিক্ষণ নিতে এলে শিক্ষার্থীদের হোয়াইট বা সাদা বেল্ট দেওয়া হয় ৷ তার পর বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তারা ব্ল্যাক বেল্ট পর্যন্ত পৌঁছায় ৷