কলকাতা, 16 জানুয়ারি: অনেকদিন পরে কলকাতায় আটবারের টেবিল টেনিস জাতীয় চ্যাম্পিয়ন কমলেশ মেহতা। প্রাক্তন প্যাডলার হিসেবে নয়, তিনি এসেছিলেন 85তম ইন্টার স্টেট জুনিয়র অ্যান্ড ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে। দু'দিনের সফরে ভারতীয় টেবিল টেনিসের ভবিষ্যৎ তারকাদের খেলতে দেখলেন। অঙ্কুর ভট্টাচার্য, সিন্ড্রেলা দাস, বোধিসত্ত্ব চৌধুরীদের খেলায় আশার আলো দেখছেন। একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে মনে করেন স্বপ্নপূরণ করতে সময় জরুরি।
স্বপ্নপূরণে কঠোর পরিশ্রম প্রয়োজন। ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। 1982 সালে চিনের প্যাডলারদের পরাজিত করার স্বপ্ন দেখেছিলেন। যা তখনই সম্ভব না-হওয়ায় সমালোচনার তির সহ্য করতে হয়েছিল। কিন্তু হতোদ্যম না হয়ে লক্ষ্যে স্থির ছিলেন। ফলস্বরূপ স্বপ্নপূরণ হয়েছিল 1992 সালের বার্সেলোনা অলিম্পিকের আসরে। একইভাবে চটজলদি সাফল্যের জন্য ঝাঁপাতে বারণ করেছেন। কিংবা ব্যর্থতায় হতাশ হতে বারণ করেছেন। এক্ষেত্রেও নিজের জীবনের কথা শুনিয়েছেন।
প্রথমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চ্যাম্পিয়ন হয়েছিলেন। তার আগে কখনও চ্যাম্পিয়ন হননি। একইভাবে পয়মন্তী বৈশ্যের এবছর জাতীয় সেরা হওয়ার বিষয়টিও কমলেশ মেহতার মুখে। কারণ পয়মন্তীও এবারই প্রথম জাতীয় চ্যাম্পিয়ন। ক্রীড়াবিদের পোশাক ছেড়ে প্রশাসকের চেয়ারে। ম্যাচ খেলার থেকে ম্যাচ আয়োজন ভিন্ন চ্যালেঞ্জ। যা উপভোগ করছেন তিনি। তবে সফল না ব্যর্থ তা টেবিল টেনিসের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলতে পারবেন বলে মনে করেন। ভারতীয় টেবিল টেনিসের অন্দরে বেশ কিছু অনিয়ম চলছে বলে অভিযোগ উঠছে।