নয়াদিল্লি, 2 সেপ্টেম্বর: অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি হলেন প্রাক্তন ভারতীয় গোলকিপার কল্যাণ চৌবে (Kalyan Chaubey Wins AIFF President Election) ৷ এ দিন এআইএফএফ এর নির্বাচনে বাইচুং ভুটিয়াকে (Bhaichung Bhutia) 33-1 ভোটে হারিয়ে সভাপতি হলেন তিনি (New AIFF President Kalyan Chaubey) ৷
85 বছরের ইতিহাসে প্রথমবার কোনও প্রাক্তন ফুটবলার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মসনদে বসলেন ৷ তাও আরেক প্রাক্তন ফুটবলার তথা জাতীয় দলের অধিনায়ক বাইচুং ভুটিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে এআইএফএফ এর সভাপতি হলেন তিনি ৷ এ দিন এআইএফএফ এর নির্বাচনে প্রতিপক্ষ বাইচুং ভুটিয়াকে 33-1 ভোটে হারিয়েছেন প্রাক্তন এই গোলকিপার তথা রাজনীতিক কল্যাণ চৌবে ৷
45 বছর বয়সী কল্যাণ চৌবে ফুটবলার জীবনে কয়েকবার ভারতের প্রাথমিক দলে থাকলেও কোনওদিন দেশের হয়ে গ্লাভস হাতে তেকাঠির নিচে দাঁড়াননি ৷ এমনকি রাজনীতিক হিসাবে লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর থেকেও পরাজিত হন তিনি ৷ তবে, ফুটবল প্রশাসনে তাঁর হাত যশ এবং গ্রহণ যোগ্যতা যে যথেষ্ঠ, তা প্রমাণ করলেন কল্যাণ চৌবে ৷ এ দিন এআইএফএফ এর নির্বাচনে ভোটাধিকার রয়েছে এমন 34টি অ্যাসোসিয়েট ফুটবল সংস্থার মধ্যে 33টির সমর্থন নিয়ে সভাপতি হয়েছেন এই বিজেপি নেতা ৷