পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

AIFF President Election: বাইচুং ভুটিয়াকে হারিয়ে এআইএফএফ সভাপতি হলেন কল্যাণ চৌবে - অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচনে জয়ী কল্যাণ চৌবে (Kalyan Chaubey Wins AIFF President Election) ৷ 33-1 ভোটে হারালেন প্রতিপক্ষ বাইচুং ভুটিয়াকে ৷

kalyan-chaubey-wins-aiff-president-election-by-33-1-votes-against-bhaichung-bhutia
kalyan-chaubey-wins-aiff-president-election-by-33-1-votes-against-bhaichung-bhutia

By

Published : Sep 2, 2022, 3:07 PM IST

Updated : Sep 2, 2022, 4:19 PM IST

নয়াদিল্লি, 2 সেপ্টেম্বর: অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি হলেন প্রাক্তন ভারতীয় গোলকিপার কল্যাণ চৌবে (Kalyan Chaubey Wins AIFF President Election) ৷ এ দিন এআইএফএফ এর নির্বাচনে বাইচুং ভুটিয়াকে (Bhaichung Bhutia) 33-1 ভোটে হারিয়ে সভাপতি হলেন তিনি (New AIFF President Kalyan Chaubey) ৷

85 বছরের ইতিহাসে প্রথমবার কোনও প্রাক্তন ফুটবলার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মসনদে বসলেন ৷ তাও আরেক প্রাক্তন ফুটবলার তথা জাতীয় দলের অধিনায়ক বাইচুং ভুটিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে এআইএফএফ এর সভাপতি হলেন তিনি ৷ এ দিন এআইএফএফ এর নির্বাচনে প্রতিপক্ষ বাইচুং ভুটিয়াকে 33-1 ভোটে হারিয়েছেন প্রাক্তন এই গোলকিপার তথা রাজনীতিক কল্যাণ চৌবে ৷

45 বছর বয়সী কল্যাণ চৌবে ফুটবলার জীবনে কয়েকবার ভারতের প্রাথমিক দলে থাকলেও কোনওদিন দেশের হয়ে গ্লাভস হাতে তেকাঠির নিচে দাঁড়াননি ৷ এমনকি রাজনীতিক হিসাবে লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর থেকেও পরাজিত হন তিনি ৷ তবে, ফুটবল প্রশাসনে তাঁর হাত যশ এবং গ্রহণ যোগ্যতা যে যথেষ্ঠ, তা প্রমাণ করলেন কল্যাণ চৌবে ৷ এ দিন এআইএফএফ এর নির্বাচনে ভোটাধিকার রয়েছে এমন 34টি অ্যাসোসিয়েট ফুটবল সংস্থার মধ্যে 33টির সমর্থন নিয়ে সভাপতি হয়েছেন এই বিজেপি নেতা ৷

এআইএফএফ সহ-সভাপতি হয়েছেন, কর্নাটক ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এন এ হ্যারিস ৷ তিনি বর্তমানে কংগ্রেস সাংসদ ৷ প্রতিপক্ষ রাজস্থান ফুটবল অ্যাসোসিয়েশনের মানবেন্দ্র সিংকে 29-5 ভোটে হারিয়েছেন হ্যারিস ৷ কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন, অরুণাচল প্রদেশের কিপা অজয় ৷ তিনি অন্ধ্রপ্রদেশের গোপালাকৃ্ষ্ণা কোসারাজুকে 32-1 ভোটে হারিয়েছেন ৷ আর বাকি 14 জন প্রতিনিধি যাঁরা একাধিক এক্সিকিউটিভ কমিটির সদস্য পদে মনোনয়ন পেশ করেছিলেন, তাঁরা সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ৷

আরও পড়ুন:সিকি শতাব্দী পর নির্বাচন, ফের এক বাঙালি সভাপতিকে বরণের অপেক্ষায় দেশের ফুটবল ফেডারেশন

বাইচুং ভুটিয়া, আই এম বিয়জন, সাব্বির আলি এবং ক্লিম্যাক্স লরেন্স এআইএফএফ এক্সিকিউটিভ কমিটিতে ফুটবলারদের প্রতিনিধি হিসাবে থাকবেন ৷ আর কমিটির বাকি 14 জন নির্বাচিত সদস্য হলেন, জি পি পালগুনা, অভিজিৎ পাল, পি অনীল কুমার, ভালাঙ্কা নাতাশা আলেমাও, মালোজি রাজে ছত্রপতি, মেনলা এথেনপা, মোহন লাল, আরিফ আলি, কে নেইবৌ সেখোজ প্রমুখ ৷

Last Updated : Sep 2, 2022, 4:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details