কলকাতা, 1 অক্টোবর: ঘনঘন ম্যাচ সঙ্গে প্রত্যাশার চাপ ৷ মানসিকভাবে ক্লান্ত করে তুলেছে মোহনবাগান সুপার জায়ান্ট ফুটবলারদের ৷ এএফসি কাপে মাজিয়া এফসির বিরুদ্ধে মাঠে নামার চব্বিশ ঘণ্টা আগে জুয়ান ফেরান্দো বলছেন, শারীরিক ফিটনেসের চেয়েও, ফুটবলারদের মানসিক ক্লান্তি নিয়ে তিনি বেশি চিন্তিত তিনি ৷ ব্র্যান্ডন হামিলকে নিয়ে রবিবার সাংবাদিক সম্মেলনে এসেছিলেন ৷ চলতি মরশুমের প্রথম দিন থেকে প্রাধান্যের তালিকায় তাঁকে সবার উপরে রেখেছেন সবুজ-মেরুন কোচ ৷
এখন এএফসি কাপ এবং আইএসএল সমান্তরালভাবে খেলতে হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টকে। চলতি মরশুমে সবুজ-মেরুন ব্রিগেডের শুরুটা ভালো হয়েছে ৷ এগারোটি ম্যাচ খেলে মাত্র একটিতে পরাজয় ৷ একটি ট্রফি ইতিমধ্যেই জিতেছেন হুগো বুমোস, দিমিত্রি পেত্রাতোসরা ৷ তবে, পরিসংখ্যান নয়, জুয়ান ফেরান্দো পরিস্থিতির উপর দাঁড়িয়ে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করে জয়ের নীল নকশা সাজাতে চাইছেন ৷
তিনি বলছেন, “স্পেশাল ম্যাচ। তবে তিন পয়েন্ট চাই। ঘনঘন ম্যাচ খেলার ক্লান্তি রয়েছে। চোট পাওয়ার শঙ্কা থাকলেও আমার চিন্তা ফুটবলারদের মানসিক ক্লান্তি। তবে আবারও বলছি এএফসি কাপের এই ম্যাচের গুরুত্ব আমার কাছে অনেক ৷” এএফসি কাপের প্রথম ম্যাচে ওড়িশা এফসি'কে চার গোলে হারিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট ৷ এবার ঘরের মাঠে প্রতিপক্ষ মালদ্বীপের মাজিয়া স্পোর্টস ক্লাব ৷ যাদের বিরুদ্ধে ফেরান্দোর দলের রেকর্ড যথেষ্ট ভালো ৷ একবছর আগে মাজিয়া স্পোর্টস ক্লাবকে 5-2 গোলে উড়িয়ে দিয়েছিল সবুজ-মেরুন ৷ এবার মালদ্বীপের ক্লাবটি অনেক বেশি তৈরি হয়ে এসেছে ৷ কোচ এবং ফুটবলারাও নতুন ৷