পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

AFC Cup 2023: মাজিয়ার বিরুদ্ধে ফুটবলারদের মানসিক ক্লান্তিই চিন্তা ফেরান্দোর

Mental Fatigue of Mohun Bagan Footballers: এএফসি কাপের ম্যাচের আগে মানসিকভাবে ক্লান্ত মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলাররা ৷ এমনটাই জানাচ্ছেন কোচ জুয়ান ফেরান্দো ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2023, 8:58 PM IST

পরপর ম্যাচের ধকলে মানসিকভাবে ক্লান্ত মোহনবাগান ফুটবলাররা, জানালেন ফেরান্দো

কলকাতা, 1 অক্টোবর: ঘনঘন ম্যাচ সঙ্গে প্রত্যাশার চাপ ৷ মানসিকভাবে ক্লান্ত করে তুলেছে মোহনবাগান সুপার জায়ান্ট ফুটবলারদের ৷ এএফসি কাপে মাজিয়া এফসির বিরুদ্ধে মাঠে নামার চব্বিশ ঘণ্টা আগে জুয়ান ফেরান্দো বলছেন, শারীরিক ফিটনেসের চেয়েও, ফুটবলারদের মানসিক ক্লান্তি নিয়ে তিনি বেশি চিন্তিত তিনি ৷ ব্র্যান্ডন হামিলকে নিয়ে রবিবার সাংবাদিক সম্মেলনে এসেছিলেন ৷ চলতি মরশুমের প্রথম দিন থেকে প্রাধান্যের তালিকায় তাঁকে সবার উপরে রেখেছেন সবুজ-মেরুন কোচ ৷

এখন এএফসি কাপ এবং আইএসএল সমান্তরালভাবে খেলতে হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টকে। চলতি মরশুমে সবুজ-মেরুন ব্রিগেডের শুরুটা ভালো হয়েছে ৷ এগারোটি ম্যাচ খেলে মাত্র একটিতে পরাজয় ৷ একটি ট্রফি ইতিমধ্যেই জিতেছেন হুগো বুমোস, দিমিত্রি পেত্রাতোসরা ৷ তবে, পরিসংখ্যান নয়, জুয়ান ফেরান্দো পরিস্থিতির উপর দাঁড়িয়ে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করে জয়ের নীল নকশা সাজাতে চাইছেন ৷

তিনি বলছেন, “স্পেশাল ম্যাচ। তবে তিন পয়েন্ট চাই। ঘনঘন ম্যাচ খেলার ক্লান্তি রয়েছে। চোট পাওয়ার শঙ্কা থাকলেও আমার চিন্তা ফুটবলারদের মানসিক ক্লান্তি। তবে আবারও বলছি এএফসি কাপের এই ম্যাচের গুরুত্ব আমার কাছে অনেক ৷” এএফসি কাপের প্রথম ম্যাচে ওড়িশা এফসি'কে চার গোলে হারিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট ৷ এবার ঘরের মাঠে প্রতিপক্ষ মালদ্বীপের মাজিয়া স্পোর্টস ক্লাব ৷ যাদের বিরুদ্ধে ফেরান্দোর দলের রেকর্ড যথেষ্ট ভালো ৷ একবছর আগে মাজিয়া স্পোর্টস ক্লাবকে 5-2 গোলে উড়িয়ে দিয়েছিল সবুজ-মেরুন ৷ এবার মালদ্বীপের ক্লাবটি অনেক বেশি তৈরি হয়ে এসেছে ৷ কোচ এবং ফুটবলারাও নতুন ৷

মাজিয়া এফসির কোচ মিলোমির সেসলিজা বলছেন, “মোহনবাগানকে ভয় পেয়ে অন্যরা মাঠে নামছে ৷ যতটা শক্তিশালী তার থেকেও বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ মোহনবাগানের আক্রমণভাগের ছয়জন ফুটবলারকে গুরুত্ব দিচ্ছেন ৷ ওদের বিরুদ্ধে রক্ষণ সামলে জেতা সম্ভব নয় ৷ তাই আমরা আক্রমণ এবং রক্ষণের ভারসাম্যে জেতার চেষ্টা করব ৷ শুধু বিদেশিরাই নয়, মোহনবাগানের ভারতীয় ফুটবলাররা যথেষ্ট ভালো ৷” দলের ফুটবলার ইব্রাহিম আইসামকে পাশে নিয়ে মাজিয়া স্পোর্টস ক্লাবের বসনিয়ান কোচ জানিয়েছেন, তারা চ্যালেঞ্জ ছুঁড়তে প্রস্তুত ৷ মালদ্বীপের লিগে আট ম্যাচ খেলে ছ'টিতে জয় পেয়েছে তারা ৷ দু’টো ম্যাচ ড্র করেছে মাজিয়া ৷ এএফসি কাপের এই গ্রুপে সবচেয়ে দামি দল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ ফলে তারা যে ফেভারিট সে ব্যাপারে সন্দেহ নেই ৷

আরও পড়ুন:জোড়া গোলে নায়ক ক্লেইটন, পিছিয়ে পড়েও আইএসএলে প্রথম জয় ইস্টবেঙ্গলের

জুয়ান ফেরান্দো অবশ্য নিজেদের এগিয়ে রাখতে রাজি নন ৷ সোমবারের প্রতিপক্ষ যে প্রথম ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংসকে তিন গোলে হারিয়ে কলকাতায় পা দিয়েছে, তা নোটবুকে উঠে পড়েছে তাঁর ৷ তিনি বলেন, “আমি আবারও বলছি এই ম্যাচটা গুরুত্বপূর্ণ ৷ মাজিয়া স্পোর্টস ক্লাব বসুন্ধরার বিরুদ্ধে জিতেছে ৷ ওদের দলের বিদেশিরা যথেষ্ট ভালো ৷ আমি ধাপে ধাপে এগোতে চাই ৷” প্রায় একইসঙ্গে যোগ করেছেন, ঘরের মাঠে খেলা হলেও, প্রতিটি হোম ম্যাচ মোহনবাগানের কাছে ফাইনালের মতো ৷ তাই তিন পয়েন্টের লক্ষ্যেই মাঠে নামবেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details