কলকাতা, 17 মার্চ: মান্ডভির সৈকতে আইএসএল ট্রফি পুনরুদ্ধারের লড়াইয়ে মোহনবাগান ৷ প্রতিকূলতা ছাপিয়ে প্রত্যাশার পারদ ছোঁয়ার ডাক এখন মেরিনার্সদের ড্রেসিংরুমে ৷ তাই সেমিফাইনালের মতো টাইব্রেকার নয় ৷ 90 মিনিটের মধ্যেই ম্যাচের রেজাল্ট চাইছেন এটিকে মোহনবাগান কোচ (Juan Ferrando Wants Result in 90 Minutes in ISL Final) ৷ ইতিমধ্যেই এটিকে মোহনবাগান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা মাঠে থাকার কথা জানিয়েছেন ৷ মোহনবাগান সচিদ দেবাশিস দত্তও যাচ্ছেন শনিবারের ফাইনাল দেখতে ৷ আর ফাইনালের দিন আইএসএল চেয়ারপার্সন নীতা অম্বানি এবং গোয়ার মুখ্যমন্ত্রীর প্রমোদ সাওয়ান্তের স্টেডিয়ামে উপস্থিত থাকার কথা রয়েছে ৷
করোনা পরবর্তী সময়ে মুক্ত পরিবেশে আইএসএল আয়োজন হয়েছে এ বছর ৷ ফলে আয়োজনে ত্রুটি রাখতে চাইছে না আয়োজকরা ৷ এটিকে মোহনবাগানের অবশ্য আয়োজনে নজর দেওয়ার সময় নেই ৷ এমনকি প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি(Bengaluru FC)-র তাই ৷ তাদের পাখির চোখ শুধুই আইএসএল ট্রফি এবং তা 90 মিনিটের মধ্যে শেষ করে ফেলা ৷ ম্যাচের 24 ঘণ্টা আগে গোয়ায় পৌঁছে কোচ জুয়ান ফেরান্দো মাঠ দেখতে বেরিয়ে ছিলেন ৷ এফসি গোয়ার কোচ থাকার ফলে এখানকার মাঠ তাঁর চেনা ৷
ছেড়ে যাওয়া প্রথম ক্লাব কোচিংয়ের জায়গায় সেরার তকমা জেতার হাতছানি ৷ স্বাভাবিক ভাবেই জুয়ান ফেরান্দো তাঁর ফাইনাল ম্যাচের ব্লু-প্রিন্ট নিয়ে ভাবনাচিন্তা করেই চলেছেন ৷ জুয়ান জানালেন, ফুটবলারদের জন্যই দল ফাইনালে পৌঁছতে পেরেছে ৷ কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে তাঁর দল ৷ তাই তিনি আশা করছেন সকলেই এই লড়াইটা উপভোগ করেছে ৷ নিজের কথা চিন্তা না-করে দলের জন্য সকলে লড়াই করেছে বলে জানান তিনি ৷ আর সেই কারণেই এটিকে মোহনবাগান আজ ফাইনালে বলে জানালেন স্প্যানিশ কোচ ৷