পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ISL Final 2022-23: টাইব্রেকার নয়, 90 মিনিটেই ম্যাচের ফলাফল চান ফেরান্দো

শনিবারের ফাইনালের (ISL Final 2022-23) আগে শেষ মুহূর্তের প্রস্তুতি এটিকে মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি শিবিরে ৷ শেষ মূহূর্তের প্রস্তুতি সেরে ফেলছেন আয়োজকরাও ৷ তবে, আয়োজন নিয়ে মাতামাতিতে যেতে চান না এটিকে মোহনবাগান কোচ ৷ 3 বারের আইএসএল চ্যাম্পিয়ন দলকে ফের কাপ জেতানোই লক্ষ্য তাঁর ৷

ISL Final 2022-23 ETV BHARAT
ISL Final 2022-23

By

Published : Mar 17, 2023, 6:45 PM IST

Updated : Mar 18, 2023, 10:58 AM IST

কলকাতা, 17 মার্চ: মান্ডভির সৈকতে আইএসএল ট্রফি পুনরুদ্ধারের লড়াইয়ে মোহনবাগান ৷ প্রতিকূলতা ছাপিয়ে প্রত্যাশার পারদ ছোঁয়ার ডাক এখন মেরিনার্সদের ড্রেসিংরুমে ৷ তাই সেমিফাইনালের মতো টাইব্রেকার নয় ৷ 90 মিনিটের মধ্যেই ম্যাচের রেজাল্ট চাইছেন এটিকে মোহনবাগান কোচ (Juan Ferrando Wants Result in 90 Minutes in ISL Final) ৷ ইতিমধ্যেই এটিকে মোহনবাগান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা মাঠে থাকার কথা জানিয়েছেন ৷ মোহনবাগান সচিদ দেবাশিস দত্তও যাচ্ছেন শনিবারের ফাইনাল দেখতে ৷ আর ফাইনালের দিন আইএসএল চেয়ারপার্সন নীতা অম্বানি এবং গোয়ার মুখ্যমন্ত্রীর প্রমোদ সাওয়ান্তের স্টেডিয়ামে উপস্থিত থাকার কথা রয়েছে ৷

করোনা পরবর্তী সময়ে মুক্ত পরিবেশে আইএসএল আয়োজন হয়েছে এ বছর ৷ ফলে আয়োজনে ত্রুটি রাখতে চাইছে না আয়োজকরা ৷ এটিকে মোহনবাগানের অবশ্য আয়োজনে নজর দেওয়ার সময় নেই ৷ এমনকি প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি(Bengaluru FC)-র তাই ৷ তাদের পাখির চোখ শুধুই আইএসএল ট্রফি এবং তা 90 মিনিটের মধ্যে শেষ করে ফেলা ৷ ম্যাচের 24 ঘণ্টা আগে গোয়ায় পৌঁছে কোচ জুয়ান ফেরান্দো মাঠ দেখতে বেরিয়ে ছিলেন ৷ এফসি গোয়ার কোচ থাকার ফলে এখানকার মাঠ তাঁর চেনা ৷

ছেড়ে যাওয়া প্রথম ক্লাব কোচিংয়ের জায়গায় সেরার তকমা জেতার হাতছানি ৷ স্বাভাবিক ভাবেই জুয়ান ফেরান্দো তাঁর ফাইনাল ম্যাচের ব্লু-প্রিন্ট নিয়ে ভাবনাচিন্তা করেই চলেছেন ৷ জুয়ান জানালেন, ফুটবলারদের জন্যই দল ফাইনালে পৌঁছতে পেরেছে ৷ কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে তাঁর দল ৷ তাই তিনি আশা করছেন সকলেই এই লড়াইটা উপভোগ করেছে ৷ নিজের কথা চিন্তা না-করে দলের জন্য সকলে লড়াই করেছে বলে জানান তিনি ৷ আর সেই কারণেই এটিকে মোহনবাগান আজ ফাইনালে বলে জানালেন স্প্যানিশ কোচ ৷

ফাইনালে প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি কঠিন চ্যালেঞ্জ তৈরি করবে, তা জানানে এটিকে মোহনবাগান কোচ ৷ শেষ তিনবছরে আন্তেনিও লোপেজ হাবাসের কোচিংয়ে সবুজ-মেরুন ফাইনালে উঠলেও লক্ষ্যপূরণ হয়নি ৷ জুয়ান ফেরান্দো অবশ্য অতীতকে গুরুত্ব দিতে নারাজ ৷ তিনি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ফাইনালের পরিকল্পনা সাজাতে চাইছেন ৷ নিরপেক্ষ মাঠে ফাইনাল বলে সুবিধা পাওয়া যাবে বলে মনে করেন না তিনি ৷ তাই প্রতিপক্ষের কোনও একজন ফুটবলারের উপর নজর রাখার চেয়ে পুরো দলকেই গুরুত্ব দেওয়ার কথা জানাচ্ছেন ফেরান্দো ৷

আরও পড়ুন:গোয়ায় সবুজ-মেরুন, বেঙ্গালুরুকে থামানোর প্রতিজ্ঞা স্লাভকো ডামিয়ানোভিচের

এটিকে মোহনবাগান কোচ বলেন, ‘‘খেলাটা এগারো বনাম এগারোর ৷ আমি আমার দলের শক্তি-দূর্বলতা নিয়ে চিন্তা করছি ৷ নিজেদের শক্তি অনুযায়ী খেলতে পারলে 90 মিনিটে ম্যাচ শেষ করা যাবে বলে মনে করি ৷ অতিরিক্ত সময়ে খেলা গড়ানোর বিষয়টি পছন্দ করি না ৷’’ ফাইনাল নিয়ে নিজের মনোভাব জানিয়েছেন সবুজ-মেরুন কোচ ৷ প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি-কে নিয়ে তিনি সতর্ক ৷ আবার সমীহ করছেন ৷ফাইনালে নামার আগে আবেগ নিয়ন্ত্রণে রাখার কথাও জানালেন ৷ কারণ ট্রফি না জিততে পারলে, সব ব্যর্থ ৷

তবে, সাইমন গ্রেসন ফাইনালের আগে আবেগ তাড়িত ৷ বলছেন দল হিসেবে এটিকে মোহনবাগান শক্তিশালী। লড়াইটা কঠিন হবে ধরে নিয়েই মাঠে নামার কথা বছেন। টানা এগারোটি ম্যাচ জিতে ট্রফির কাছে বেঙ্গালুরু। অবস্থাটা সহজ ছিল না বলে মনে করেন। তবে জানুয়ারির দলবদলের দ্বিতীয় উইন্ডোতে কয়েকজন ফুটবলারের যোগদান যে দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে সেটাও জানিয়েছেন। আপাতত আইএসএল ট্রফি ফিরিয়ে নেওয়াই পাখির চোখ ৷

Last Updated : Mar 18, 2023, 10:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details