পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Juan Ferrando: ফাইনাল খেলার মানসিকতা নিয়েই মাঠে নামব: ফেরান্দো - ISL Semifinal 2022 23

ফাইনালের মানসিকতা নিয়েই নামবে দল, সেমিফাইনালের (ISL Semifinal 2022-23) ফিরতি লেগের আগে বললেন জুয়ান ফেরান্দো ৷

Etv Bharat
ঘরের মাঠে অ্যাডভান্টেজ এটিকে মোহনবাগানের

By

Published : Mar 12, 2023, 10:53 PM IST

কলকাতা, 12 মার্চ: নকআউট ম্যাচের আগের অনুশীলন যেকোনও দলের অবশ্য কর্তব্য। ঘরের মাঠে ফিরতি সেমিফাইনালের আগে মেরিনার্সরা পণভাঙা অনুশীলন করেছে কি না তা আবশ্যিক প্রশ্ন। তার উত্তরে জুয়ান ফেরান্দো কোনও রাখঢাক না-করে জানিয়ে দিলেন, "কালকের ম্যাচটা আমাদের কাছে ফাইনাল । নব্বই মিনিটের লড়াই । প্রথম সেমিফাইনালের তুলনায় কালকের ম্যাচের মানসিকতা সম্পূর্ণ আলাদা থাকবে । আমাদের মানসিকতা ফাইনাল খেলার মতোই থাকবে । না-জিতলে ফাইনালে ওঠা যাবে না (Tomorrow ISL Match Between ATKMB vs Hyderabad)।"

হায়দরাবাদের বিরুদ্ধে আইএসএল-এর সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচের আগে এটিকে মোহনবাগান থিঙ্ক ট্যাঙ্কের দুঃশ্চিন্তা আশিক কুরুনিয়ান এবং কিয়ান নাসিরি, এই দুই ফুটবলারের চোট । আশিক কুরুনিয়ান চোটের কারণে নেই । কিয়ান নাসিরি অনুশীলনে নামলেও তিনিও অনিশ্চিত । পুরো মরশুমজুড়েই চোট-আঘাত সমস্যায় ভুগেছে সবুজ-মেরুন। আইএসএল-এর শেষ পর্যায়ে এসেও সেই সমস্যা অব্যাহত। তাই যাদের পাওয়া যাচ্ছে তাঁদের নিয়েই সোমবারের ম্যাচের নীল নকশা সাজাচ্ছেন জুয়ান ফেরান্দো। বলেছেন, "আমাদের ফিজিও ও সাপোর্ট স্টাফরা সমানে কাজ করে যাচ্ছে। তবে খেলবে কি না সেই সিদ্ধান্ত আগামিকাল সকালে নিতে পারব।'

সেমিফাইনাল ম্যাচে একবার পিছিয়ে পড়লে ফিরে আসার সুযোগ খুবই কম থাকে। আর সেটাই ভাবাচ্ছে জুয়ানকে। প্রথম পর্বের লড়াইয়ে গোলশূন্য ড্র রাখতে পারায় ঘরের মাঠে অ্যাডভান্টেজ এটিকে মোহনবাগানের। ইতিমধ্যে টিকিটের চাহিদা চড়তে শুরু করেছে। ফুটবলার থেকে কোচিং স্টাফ ঘরের মাঠে নিজামের শহরের দলকে থামাতে মরিয়া। বলা হচ্ছে আক্রমণভাগের তীক্ষ্ণতার কঠিন পরীক্ষা হতে চলেছে যুবভারতী ক্রীড়াঙ্গণে সোমবারের সন্ধ্যায়। হায়দরাবাদ ও মোহনবাগান দুই দলের ডিফেন্স বেশ শক্তিশালী, জানেন জুয়ান। সেই কারণেই তিনি মনে করেন, "আসলে দুই দলের আক্রমণভাগও বেশ শক্তিশালী। 90 মিনিটেই ম্যাচ শেষ করে দিতে চাইবে প্রতিপক্ষ। এমনটা ধরে নিয়ে আমরাও মাঠে নামব।"

আরও পড়ুন:গোল্ডেন গ্লাভসের দৌড়ে এগিয়ে এটিকে মোহনবাগানের বিশাল কাইথ

এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসির দ্বৈরথ এই মরশুমে যতবারই হয়েছে ততবারই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। প্রাথমিক পর্বে দু'দলই পারস্পরিক দ্বৈরথে একটি করে জয় পেয়েছিল। নক আউটে প্রথম সেমিফাইনালে ম্যাচ ড্র। এই অবস্থায় ঘরের মাঠে খেলতে পারার সুবিধা পাওয়া যাবে মনে করছেন কার্ল ম্যাকহিউ। কোচের পাশে বসে তিনি বলেছেন, "হায়দরাবাদের বিরুদ্ধে আমাদের দারুণ লড়াই হয়েছে। তবে এবার আমাদের ঘরের মাঠে ম্যাচ। দর্শকদের সামনে খেলব ফলে সুবিধা হবে। ম্যাচটা জেতার জন্যই নামব আমরা ৷"

হায়দরাবাদ এফসির ওগবেচে প্রথম ম্যাচে পরিবর্ত হিসেবে নেমেছিলেন। যুবভারতীতে তিনি শুরু থাকবেন কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবুও ওগবেচে কাঁটা সবুজ-মেরুন নীল নকশায়। যদিও জুয়ান ফেরান্দো বলছেন, "আমরা কোনও ব্যক্তি বিশেষকে নিয়ে চিন্তা করি না। কারণ লড়াইটা এগারোজনের বিরুদ্ধে হয়। হায়দরাবাদে গিয়ে ম্যাচ ড্র রাখা সহজ ছিল না। আমরা আগামিকালকে দর্শক সমর্থন নিয়ে খেলব। নব্বই মিনিটে ম্যাচ শেষ করাই লক্ষ্য থাকবে আমাদের।" গতবছর হায়দরাবাদের কাছে হারতে হয়েছিল। এবার মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ। মুখে সেই সুযোগের কথা না-বললেও হিসেব মেটানোর চোয়াল চাপা শপথ এটিকে মোহনবাগানে।

ABOUT THE AUTHOR

...view details