কলকাতা, 12 মার্চ: নকআউট ম্যাচের আগের অনুশীলন যেকোনও দলের অবশ্য কর্তব্য। ঘরের মাঠে ফিরতি সেমিফাইনালের আগে মেরিনার্সরা পণভাঙা অনুশীলন করেছে কি না তা আবশ্যিক প্রশ্ন। তার উত্তরে জুয়ান ফেরান্দো কোনও রাখঢাক না-করে জানিয়ে দিলেন, "কালকের ম্যাচটা আমাদের কাছে ফাইনাল । নব্বই মিনিটের লড়াই । প্রথম সেমিফাইনালের তুলনায় কালকের ম্যাচের মানসিকতা সম্পূর্ণ আলাদা থাকবে । আমাদের মানসিকতা ফাইনাল খেলার মতোই থাকবে । না-জিতলে ফাইনালে ওঠা যাবে না (Tomorrow ISL Match Between ATKMB vs Hyderabad)।"
হায়দরাবাদের বিরুদ্ধে আইএসএল-এর সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচের আগে এটিকে মোহনবাগান থিঙ্ক ট্যাঙ্কের দুঃশ্চিন্তা আশিক কুরুনিয়ান এবং কিয়ান নাসিরি, এই দুই ফুটবলারের চোট । আশিক কুরুনিয়ান চোটের কারণে নেই । কিয়ান নাসিরি অনুশীলনে নামলেও তিনিও অনিশ্চিত । পুরো মরশুমজুড়েই চোট-আঘাত সমস্যায় ভুগেছে সবুজ-মেরুন। আইএসএল-এর শেষ পর্যায়ে এসেও সেই সমস্যা অব্যাহত। তাই যাদের পাওয়া যাচ্ছে তাঁদের নিয়েই সোমবারের ম্যাচের নীল নকশা সাজাচ্ছেন জুয়ান ফেরান্দো। বলেছেন, "আমাদের ফিজিও ও সাপোর্ট স্টাফরা সমানে কাজ করে যাচ্ছে। তবে খেলবে কি না সেই সিদ্ধান্ত আগামিকাল সকালে নিতে পারব।'
সেমিফাইনাল ম্যাচে একবার পিছিয়ে পড়লে ফিরে আসার সুযোগ খুবই কম থাকে। আর সেটাই ভাবাচ্ছে জুয়ানকে। প্রথম পর্বের লড়াইয়ে গোলশূন্য ড্র রাখতে পারায় ঘরের মাঠে অ্যাডভান্টেজ এটিকে মোহনবাগানের। ইতিমধ্যে টিকিটের চাহিদা চড়তে শুরু করেছে। ফুটবলার থেকে কোচিং স্টাফ ঘরের মাঠে নিজামের শহরের দলকে থামাতে মরিয়া। বলা হচ্ছে আক্রমণভাগের তীক্ষ্ণতার কঠিন পরীক্ষা হতে চলেছে যুবভারতী ক্রীড়াঙ্গণে সোমবারের সন্ধ্যায়। হায়দরাবাদ ও মোহনবাগান দুই দলের ডিফেন্স বেশ শক্তিশালী, জানেন জুয়ান। সেই কারণেই তিনি মনে করেন, "আসলে দুই দলের আক্রমণভাগও বেশ শক্তিশালী। 90 মিনিটেই ম্যাচ শেষ করে দিতে চাইবে প্রতিপক্ষ। এমনটা ধরে নিয়ে আমরাও মাঠে নামব।"