কলকাতা. 27 অগস্ট: জোড়া ম্যাচ ড্র করে মরশুমের শুরুটা মোটেই সুখের হয়নি ৷ তবে স্নায়ুর চাপ সামলে বড় ম্যাচ জিতে স্বমহিমায় ফিরতে চাইছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ৷ তাই মহারণের আগেরদিন বন্ধ দরজার আড়ালে প্রস্তুতিতে মগ্ন দলের কোচ জুয়ান ফেরান্দো (Close door practice session for ATK Mohun Bagan before derby)।
মরশুম শুরু হওয়া থেকে মাত্র একবার সাংবাদিক সম্মেলন করেছিলেন সবুজ-মেরুন কোচ ৷ আশা করা হয়েছিল, বড় ম্যাচের আগে তিনি সংবাদমাধ্যমের সামনে আসবেন। কিন্তু তা হল না। দল জিতছে না তাই সংবাদ মাধ্যমের সামনে আসার কারণ তিনি দেখছেন না বাগানের স্প্যানিশ কোচ ৷ বরং দলের ত্রুটি শোধরানোর পিছনে ব্যয় হল বাড়তি সময় ৷ গোলের সুযোগ তৈরি করেও তা কাজে লাগানো যাচ্ছে না, তাই কথা বললেন ফুটবলারদের সঙ্গে।
সুযোগ তৈরি হলেও তা গোলে কনভার্ট হচ্ছে না ৷ দুশ্চিন্তার মধ্যেও তবুও হুঙ্কার দিয়ে রাখলেন জনি কাউকো (Joni Kauko)। তাঁরা যে কোনও দলকে হারাতে পারেন বলেই দাবি ফিনিশ ফুটবলারের। গোল তুলে আনতে শনিবার সকালে সেটপিস অনুশীলনে বাড়তি জোর দিলেন ফেরান্দো ৷ গোলের ক্ষেত্রে কাউকো ছাড়াও লিস্টন কোলাসো (Liston Colaco) ও মনবীর সিং-এর (Manvir Singh) উপরে ভরসা রাখছেন এটিকে মোহনবাগান কোচ। ডুরান্ডকে গুরুত্ব না-দিলেও ফেরান্দো বলেন, "ডার্বি ম্যাচটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। এই ম্যাচ কলকাতার দর্শকের সামনে খেলতে পারা সম্মানের।" অতীতের পরিসংখ্যান নিয়ে ভাবতে নারাজ জুয়ান। তিনি বলেন, ''আগে ক'টা ডার্বি জিতেছি, কী হয়েছে, সেটা নিয়ে আমি ভাবতে রাজি নই। এই ম্যাচটা আমরা জিতব। ডার্বি নিয়ে দলের উপর আলাদা করে চাপ নেই। আমরা যদি খারাপ খেলতাম তবে দলের উপর চাপ থাকত। ভাল খেললেও গোল করতে পারছি না। সেই জন্যই খারাপ লাগছে।"