কলকাতা, 25 ডিসেম্বর: গোষ্ঠ পাল সরণিতে কোচ বদলের হাওয়া বইতে শুরু করেছে ৷ আর তা প্রবলভাবে ঢুকে পড়েছে ভিক্টোরিয়া হাউজেও ৷ বলা হয় সবুজ-মেরুনের প্রাক্তন কর্মকর্তারা কোচ বদলে সিদ্ধহস্ত ছিলেন ৷ সেখানে নাকি গাছের পাতা পড়তে শুরু করলেই কোচ বদলের হাওয়া বইতে শুরু করত ৷ মাঝে বদলেছে ক্লাব ফুটবল ৷ বদল এসেছে মোহনবাগানের ফুটবল প্রশাসনেও ৷ কিন্তু, কোচ বদলের হাওয়ায় বদল আসেনি ৷ ফের তা বইতে শুরু করেছে ৷
পরপর দুই ম্যাচে হারের পর বেশ সমস্যায় মোহনবাগান সুপার জায়ান্ট কোচ জুয়ান ফেরান্দো ৷ মুম্বই সিটি এফসি ও এফসি গোয়ার বিরুদ্ধে হারের পর ছাঁটাই হয়ে যাওয়ার আশঙ্কায় মোহনবাগান কোচ ! ম্যানেজমেন্ট আগেই ইঙ্গিত দিয়েছিল মুম্বই এফসি, এফসি গোয়া এবং কেরল ব্লাস্টার্স ম্যাচে সাফল্য না-পাওয়া গেলে কোচ বদলের চিন্তা তাদের করতে হবে ৷ ইতিমধ্যে মুম্বই এবং গোয়া ম্যাচে বিপর্যস্ত মোহনবাগান ৷ এই অবস্থায় বুধবারের কেরল ম্যাচ জিততেই হবে ৷ পরপর দুই ম্যাচে হারের জেরে পয়েন্ট টেবিলে তিন নম্বরে চলে এসেছে তারা ৷
মোহনবাগান টিম ম্যানেজমেন্টের লক্ষ্য ছিল এএফসি কাপ ও সুপার কাপ জেতার পাশাপাশি আইএসএল-এর লিগ শিল্ড জেতা ৷ আইএসএল চ্যাম্পিয়ন হলেও, যা এখনও অধরাই থেকে গিয়েছে সবুজ-মেরুনের ৷ তিন নম্বরে নেমে যাওয়ায় সেই আশাও কিছুটা ধাক্কা খেয়েছে ৷ কেরল ব্লাস্টার্সকে হারাতে না পারলে, পয়েন্ট টেবিলে আরও কিছুটা নিচে নামবে সবুজ-মেরুন ৷ সঙ্গে সমস্যা বাড়বে জুয়ান ফেরান্দোর ৷ যদিও এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও গভীরভাবে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট পরিস্থিতি বিশ্লেষণ করতে চাইছে ৷ কারণ, মুম্বই ম্যাচে তিন ফুটবলারের লাল কার্ড আর লাগাতার চোট সমস্যা দলকে বেকায়দায় ফেলে দিয়েছে ৷ ডাগ আউটে বড় নাম থাকলেও, তাঁরা যে পরিস্থিতি সামাল দেওয়ার মতো প্রস্তুত নন, তা প্রমাণিত ৷ এই সব কিছুই পর্যালোচনা করছে ম্যানেজমেন্ট ৷