কলকাতা, 24 নভেম্বর: এটিকে মোহনবাগানে দুঃসংবাদ । সম্ভবত চলতি মরশুমে জনি কাউকো-কে পাবে না তারা । গুরুতর চোটের কারণেই ছিটকে গেলেন জনি(Joni Kauko Seriously Injured)। এফসি গোয়ার বিরুদ্ধে লড়াইয়ের দ্বিতীয়ার্ধে চোট পেয়ে বাইরে বেরিয়ে যান তিনি । চোটের জায়গা পরীক্ষায় দেখা গিয়েছে এসিএল ছিঁড়ে গিয়েছে । যদিও সরকারিভাবে ফিনল্যান্ডের ইউরো কাপারের চোটের ব্যাপারে এটিকে মোহনবাগান কিছু বলেনি ।
তবে সূত্রের খবর, চোট সারাতে অস্ত্রোপচার দরকার । যার জেরে তিন থেকে চার মাস মাঠের বাইরে থাকতে হবে জনিকে । ফলে ফিনল্যান্ডারকে পাওয়ার সম্ভাবনা নেই । বদলে অন্য কাউকে নিতে পারবেন কোচ জুয়ান ফেরান্দো । কিন্তু নতুন ফুটবলারের মানিয়ে নিতে সময় দরকার । শনিবার কলকাতায় এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি । দলের মাঝ মাঠে জনি কাউকো ছিলেন বাগানের প্রাণ ভোমরা । এত দ্রুত তাঁর পরিবর্তে ভালো ফুটবলার খুঁজে বের করা ফেরান্দোর কাছে একটা বড় চ্যালেঞ্জ ।
আরও পড়ুন :মূলপর্বে 20টি দেশ নিয়ে নতুন ফরম্যাটে 2024 টি-20 বিশ্বকাপ