কলকাতা, 19 নভেম্বর: দুই বন্ধু পাশাপাশি দাঁড়িয়ে তাঁদের প্রিয় দলের জার্সি কিনছেন, তাতে নিজের নাম লেখাচ্ছেন । নাম লিখতে জার্সি প্রতি খরচ 50 টাকা । ব্রাজিলের সমর্থক হয়েও মেসিকে ভালো লাগে । ফাইনালে 'মেসি বনাম নেইমার' দ্বৈরথ দেখতে চায় দুই বন্ধু । দু'জন দু'জনকে বন্ধুত্বের মোড়কে চ্যালেঞ্জ ছুড়ছেন । পার্টি দেওয়ার আশ্বাস দিচ্ছেন পরস্পরকে (FIFA World Cup 2022 fever grips Kolkata) ।
দিদি নিজে ব্রাজিল সমর্থক। কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছোট ভাইয়ের জন্য জার্মানির জার্সি কিনতে এসেছেন নৈহাটি থেকে । পছন্দের জার্মানির জার্সি পছন্দ করতে ব্যস্ত হলেন তরুণী । ইংল্যান্ডের জার্সির গুণমান পছন্দ হচ্ছে না আইটিতে কর্মরত এক তরুণের । ইংল্যান্ডের পাশাপাশি পর্তুগালের হয়েও গলা ফাটাবেন তিনি । রাত পোহালেই বেদুইনের দেশে সোনার কাপের লড়াই । পারদ তুঙ্গে উঠতে শুরু করেছে ।
কলকাতাতেও আছড়ে পড়ল বিশ্বকাপের ঝড় । তার জেরে উৎসবের চেহারা নিয়েছে ময়দান । কলকাতা ফুটবলের শহর । ফুটবল নিয়ে আবেগ এই শহরের মজ্জায় মজ্জায় । আট থেকে আশি তাই ফুটবলে মেতেছে । ফুটবল মানেই বাঙালি এবং আর চায়ের কাপে তুফান । বল গড়ানোর 24 ঘণ্টা আগেই কলকাতার ময়দান মার্কেটে প্রিয় দল এবং প্রিয় ফুটবলারের জার্সি কিনতে যেন পুজোর অষ্টমীর ভিড় । মেসি, নেইমার, রোনাল্ডো, এমবাপে সবাই আছেন এখানে । কিন্তু, চাহিদার দিক দিয়ে জার্সি বিক্রিতে সবাইকে টেক্কা দিচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক । ময়দান মার্কেটে বিশ্বকাপে খেলা দলগুলির পতাকা বিক্রি হচ্ছে দেদার । মাপ অনুযায়ী দাম 50-350 টাকার মধ্যে । মেসি, রোনাল্ডোদের জার্সি বিকোচ্ছে 350-800 টাকার মধ্যে । জার্সির দাম চড়া হলেও কিছু যায়-আসছে না ফুটবল ভক্তদের । বরং দাম বেশি দিয়ে ভাল জার্সিটাই টেনে ব্যাগে পুরছেন অনেকে ।