নয়াদিল্লি, 17 জুন: ট্র্যাকে ফিরতে চলেছেন নীরজ চোপড়া ৷ মাংসপেশির চোট সারিয়ে জুন মাসের 30 তারিখ ফের জ্যাভলিন হাতে দেখা যাবে তাঁকে ৷ 30 জুন লাউসানেতে ওয়ান্ডা ডায়মন্ড লিগের ষষ্ঠ পর্বে ফের একবার জ্যাভলিন হাতে ছুটবেন নীরজ ৷ তবে, এই খবরের অফিসিয়াল কোনও নিশ্চয়তা নীরজ চোপড়ার তরফে করা হয়নি ৷ কিন্তু, টুর্নামেন্টের আয়োজকরা যে সূচি ঘোষণা করেছে, সেখানে এ মাসের শেষে নীরজ কোর্টে ফিরছেন বলেই মনে করা হচ্ছে ৷
আয়োজকদের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘‘ভারতের অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়া চেক প্রজাতন্ত্রেপ জ্যাকব ভ্যালজেক এবং জার্মানির হুলিয়ান ওয়েবারের বিরুদ্ধে খেলবেন ৷’’ উল্লেখ্য, গত মাসে নীরজ চোপড়া তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট করেছিলেন ৷ সেখানে তিনি জানিয়েছিলেন, তাঁর মাংসপেশিতে ট্রেনিংয়ের সময় চোট লেগেছে ৷ যে কারণে নেদারল্যান্ডে 4 জুন থেকে শুরু হতে চলা এফবিকে গেমস ও 13 জুন ফিনল্যান্ডে পাভো নুরমি মিট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিচ্ছেন ৷ এমনকী ভুবনেশ্বরে চলতি জাতীয় আন্তঃরাজ্য জ্যাভলিন প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নেন নীরজ চোপড়া ৷