টোকিয়ো, 14 জুলাই : টোকিয়ো অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন জাপানের সম্রাট নারুহিতো ৷ অলিম্পিসকের সূচনাও করবেন তিনি ৷ আন্তর্জাতিক অলিম্পিকস কমিটির সূত্রে এমনই খবর ৷
অলিম্পিকসের আয়োজক দেশ সম্রাটের আসার জন্য প্রস্তুতি নিচ্ছে ৷ জাপানেতর সংবাদ সংস্থা কিয়োডোর তরফে এমনই খবর ৷ রিপোর্টে বলা হয়েছে, ‘‘ নারুহিতো ইমপেরিয়াল প্যালেসে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার প্রস্তুতি নিচ্ছেন ৷’’
যদিও করোনা সংক্রমণ রুখতে সমস্ত ইভেন্ট রুদ্ধদ্বারে করার সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিকসের আয়োজকরা ৷ তবে সূত্রের খবর, রাজ পরিবারের সদস্যদের জন্য সমস্ত ইভেন্ট সরাসরি দেখার ব্যবস্থা করা হয়েছে ৷