পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Tokyo Olympics : অলিম্পিকসের উদ্বোধন করবেন জাপানের সম্রাট নারুহিতো - টোকিয়ো অলিম্পিকস

করোনা সংক্রমণ রুখতে সমস্ত ইভেন্ট রুদ্ধদ্বারে করার সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিকসের আয়োজকরা ৷ তবে সূত্রের খবর, রাজ পরিবারের সদস্যদের জন্য সমস্ত ইভেন্ট সরাসরি দেখার ব্যবস্থা করা হয়েছে ৷

টোকিয়ো অলিম্পিকস
টোকিয়ো অলিম্পিকস

By

Published : Jul 14, 2021, 11:01 PM IST

টোকিয়ো, 14 জুলাই : টোকিয়ো অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন জাপানের সম্রাট নারুহিতো ৷ অলিম্পিসকের সূচনাও করবেন তিনি ৷ আন্তর্জাতিক অলিম্পিকস কমিটির সূত্রে এমনই খবর ৷

অলিম্পিকসের আয়োজক দেশ সম্রাটের আসার জন্য প্রস্তুতি নিচ্ছে ৷ জাপানেতর সংবাদ সংস্থা কিয়োডোর তরফে এমনই খবর ৷ রিপোর্টে বলা হয়েছে, ‘‘ নারুহিতো ইমপেরিয়াল প্যালেসে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার প্রস্তুতি নিচ্ছেন ৷’’

যদিও করোনা সংক্রমণ রুখতে সমস্ত ইভেন্ট রুদ্ধদ্বারে করার সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিকসের আয়োজকরা ৷ তবে সূত্রের খবর, রাজ পরিবারের সদস্যদের জন্য সমস্ত ইভেন্ট সরাসরি দেখার ব্যবস্থা করা হয়েছে ৷

যদিও জাপানের সম্রাট নারুহিতো আগেই তাঁর উদ্বেগ প্রকাশ করেন টোকিয়ো অলিম্পিকস নিয়ে ৷ তিনি উদ্বেগ প্রকাশ করেন, অলিম্পিকস ও প্যারা অলিম্পিকস করোনা ভাইরাসের সংক্রমণ বাড়িয়ে দিতে পারে ৷ গত মাসেই তিনি বলেন, দেশের কোভিড 19 সংক্রমণ নিয়ে তিনি যথেষ্ট উদ্বেগের মধ্যে আছেন ৷

আরও পড়ুন : Messi Biri : রোনাল্ডোর পর মেসি ! লড়াই এবার ধূমপায়ীদের মধ্যে

নারুহিতো হলেন তৃতীয় সম্রাট, যিনি অলিম্পিকসের সাম্মানিক প্যাট্রন হচ্ছেন ৷ এবং তিনিই প্রথম ব্যক্তি, যিনি অলিম্পিকস ও প্যারা অলিম্পিকসে একসঙ্গে সাম্মানিক প্যাট্রন হচ্ছেন ৷

ABOUT THE AUTHOR

...view details