পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

FIFA World Cup 2022: অঘটনের বিশ্বকাপ ! জাপানি বোমায় বিধ্বস্ত চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা - চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

কাতারে ফের ইন্দ্রপতন ! জাপানের কাছে অসহায় আত্মসমর্পণ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির (Japan beat Germany) । লুসালির পর এবার দোহা, জায়ান্টদের বিরুদ্ধে এশিয়ার দলের অসাধারণ ফুটবল অব্যাহত ।

Etv Bharat
জাপানি বোমায় বিধ্বস্ত চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা

By

Published : Nov 23, 2022, 8:30 PM IST

Updated : Nov 23, 2022, 9:40 PM IST

দোহা, 23 নভেম্বর: অঘটনের বিশ্বকাপ নাকি বিশ্বকাপে অঘটন ? সৌদি আরবের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করেছে মেসিরা । বুধবার জাপানের কাছে অসহায় আত্মসমর্পণ করল জার্মানি (Japan beat Germany) । এশিয়ার দ্বীপরাষ্ট্রের কাছে হেরে গেল 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা । 2-1 গোলে জিতল সামুরাই ব্লু'রা (FIFA World Cup 2022) ।

1954, 1974, 1990 এবং 2014 সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি । কাতারেও খেতাবের অন্যতম দাবিদার হ্যান্সি ফ্লিকের ছেলেরা । সেই অভিযানই শুরু হল হার দিয়ে । এদিন 33 মিনিটের মাথাতেই এগিয়ে যায় জার্মানি । পেনাল্টি থেকে গোল করেন ইলকে গুন্ডোয়ান । জার্মান ফরোয়ার্ডকে বক্সের মধ্যে ফাউল করে বসেন সুইচি গোন্ডা ।

তারপর থেকেই রীতিমতো পাপস্খলন করলেন জাপানের গোলরক্ষক । তেকাঠির নিচে আটকালেন মুলার, গাবরি, গোৎজে'দের একাধিক শট । তারপরেই সবুজ গালিচায় আলপনা আঁকলেন রিৎসু দোয়ান, তাকেহিরো তোমিয়াসুরা । জাপানকে এদিন ইতিহাসে তুললেন দুই 'সুপারসাব' । 74 মিনিটের মাথায় গোল করেন রিৎসু দোয়ান । 83 মিনিটের মাথায় জয়সূচক গোল করেন তাকুমা আসানো ।

আরও পড়ুন: ঘুচল অপরাজিত তকমা, হাতছাড়া 64 বছরের রেকর্ডও ! মরুদেশে মলিন 'মেসি অ্যান্ড কোং'

Last Updated : Nov 23, 2022, 9:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details