পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ATKMB vs JFC : বাংলার ছেলের গোলে স্বপ্নভঙ্গ, আবারও লিগ শিল্ড হাতছাড়া সবুজ-মেরুনের - Jamshedpur FC becomes the new ISL league shield winner

টানা সাত ম্যাচে জয়ের রেকর্ড গড়ে আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাচ্ছে ওয়েন কয়েলের ছেলেরা (Jamshedpur FC qualified for AFC Champions league next season) ।

ISL 2022
বাংলার ছেলের গোলে স্বপ্নভঙ্গ, আবারও লিগ শিল্ড হাতছাড়া সবুজ-মেরুনের

By

Published : Mar 7, 2022, 10:15 PM IST

ফতোরদা, 7 মার্চ : গত মরশুমের পুনরাবৃত্তি ঘটিয়ে ঠোঁট আর পেয়ালার দূরত্বটা রয়েই গেল এটিকে মোহনবাগানের ৷ প্রতিপক্ষের দু'জন গুরুত্বপূর্ণ ফুটবলার ছন্দে নেই। সামগ্রিক পারফরম্যান্সেও দাপট নেই। সেই সুযোগ কাজে লাগিয়ে আইএসএলের লিগ শিল্ড খেতাব নিশ্চিত করতে ব্যর্থ সবুজ-মেরুন (ATK Mohun Bagan failed to win ISL league shield title)। প্রতিপক্ষের অগোছালো অবস্থাকো কাজে লাগিয়ে ম্যাচ ছিনিয়ে নেওয়ার যে পরিকল্পনা হওয়া উচিৎ, তা জুয়ান ফেরান্দোর দলের খেলায় দেখা যায়নি এদিন। ফলে 37 পয়েন্ট নিয়ে শেষ চারে জায়গা পাকা হলেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন আবারও হাতছাড়া মেরিনার্সদের।

বাংলার ছেলে ঋত্বিক দাসের করা একমাত্র গোলে এটিকে মোহনবাগানকে হারিয়ে 43 পয়েন্ট নিয়ে শীর্ষে জামশেদপুর এফসি। একইসঙ্গে টানা সাত ম্যাচে জয়ের রেকর্ড গড়ে আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাচ্ছে ওয়েন কয়েলের ছেলেরা (Jamshedpur FC qualified for AFC Champions league next season)। এদিন ম্যাচের প্রথম পনেরো মিনিট ইস্পাত নগরীর দলকে ব্যাকফুটে ঠেললেও সময় যত গড়িয়েছে ততই খেলা থেকে হারিয়ে গিয়েছে বাগান। গ্রেগ স্টুয়ার্ট, ড্যানিয়েল চিমার অফ ফর্ম সত্ত্বেও ওয়েন কয়েলের ছেলেরা ম্যাচ জিতল ডাগ-আউটে একাধিক ভাল ফুটবলারের উপস্থিতির কারণে।

জনি কাউকো, রয় কৃষ্ণা, লিস্টন কোলাসো, মনবীর সিংও তাদের পরিচিত ছন্দে ছিলেন না এদিন। তবে বাগানের ফুটবলারদের খেলতে না-দেওয়ার পিছনে জামশেদপুর এফসির মিডফিল্ডার এবং ডিফেন্ডারদের ভূমিকা অনস্বীকার্য। মেরিনার্সদের ফুটবলের নির্ভুল কাঁটাছেড়া করে ম্যাচের ছক বদলে গিয়েছেন তারা । তাদের প্রেসিং ফুটবলের সামনে বারবার খেই হারিয়েছে সবুজ-মেরুন। চিমা ছন্দে না-থাকলেও 56 মিনিটে ঋত্বিক দাসের গোলে পরোক্ষ ভূমিকা রয়েছে নাইজেরিয়ানের।

আরও পড়ুন :জিততে হবে দু'গোলে, লিগ শিল্ড জয়ের লক্ষ্যে ইস্পাত নগরীর সামনে বাগান

লিগ শিল্ড খেতাব হাতছাড়া হলেও গতবারের ভুল শুধরে আইএসএল চ্যাম্পিয়নের সুযোগ থাকছে জুয়ান ফেরান্দোর দলের সামনে । শেষচারে দুটো ম্যাচের সাফল্যে আসবে ফাইনালের পাসওয়ার্ড। ফেরান্দোর নজর এখন সেদিকেই।

For All Latest Updates

TAGGED:

ATKMB vs JFC

ABOUT THE AUTHOR

...view details