ফতোরদা, 7 মার্চ : গত মরশুমের পুনরাবৃত্তি ঘটিয়ে ঠোঁট আর পেয়ালার দূরত্বটা রয়েই গেল এটিকে মোহনবাগানের ৷ প্রতিপক্ষের দু'জন গুরুত্বপূর্ণ ফুটবলার ছন্দে নেই। সামগ্রিক পারফরম্যান্সেও দাপট নেই। সেই সুযোগ কাজে লাগিয়ে আইএসএলের লিগ শিল্ড খেতাব নিশ্চিত করতে ব্যর্থ সবুজ-মেরুন (ATK Mohun Bagan failed to win ISL league shield title)। প্রতিপক্ষের অগোছালো অবস্থাকো কাজে লাগিয়ে ম্যাচ ছিনিয়ে নেওয়ার যে পরিকল্পনা হওয়া উচিৎ, তা জুয়ান ফেরান্দোর দলের খেলায় দেখা যায়নি এদিন। ফলে 37 পয়েন্ট নিয়ে শেষ চারে জায়গা পাকা হলেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন আবারও হাতছাড়া মেরিনার্সদের।
বাংলার ছেলে ঋত্বিক দাসের করা একমাত্র গোলে এটিকে মোহনবাগানকে হারিয়ে 43 পয়েন্ট নিয়ে শীর্ষে জামশেদপুর এফসি। একইসঙ্গে টানা সাত ম্যাচে জয়ের রেকর্ড গড়ে আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাচ্ছে ওয়েন কয়েলের ছেলেরা (Jamshedpur FC qualified for AFC Champions league next season)। এদিন ম্যাচের প্রথম পনেরো মিনিট ইস্পাত নগরীর দলকে ব্যাকফুটে ঠেললেও সময় যত গড়িয়েছে ততই খেলা থেকে হারিয়ে গিয়েছে বাগান। গ্রেগ স্টুয়ার্ট, ড্যানিয়েল চিমার অফ ফর্ম সত্ত্বেও ওয়েন কয়েলের ছেলেরা ম্যাচ জিতল ডাগ-আউটে একাধিক ভাল ফুটবলারের উপস্থিতির কারণে।