কলকাতা, 27 জানুয়ারি:দলবদলের দ্বিতীয় উইন্ডো বন্ধ হওয়ার চারদিন আগে আসরে ইস্টবেঙ্গল । অবশেষে সই করলেন ইস্টবেঙ্গলের বহু প্রতিক্ষিত নয়া বিদেশী ফুটবলার জ্যাক জার্ভিস । 26 জানুয়ারি, বৃহস্পতিবার গভীর রাতে ফিফা লাল-হলুদের উপর জারি হওয়া ট্রান্সফার ব্যান তুলে নিয়েছিল (FIFA Withdraws Transfer Ban on East Bengal) । ঠিক তার পরদিনই তড়িঘড়ি জার্ভিসকে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল (Jack Jarvis signed in East Bengal) ।
এলিয়ান্দ্রো'র পরিবর্তে ইস্টবেঙ্গলে সই করলেন তিনি । যদিও বহুদিন ধরেই দলের সঙ্গে অনুশীলন করছিলেন ইংল্যান্ডের ফুটবলার । আশা করা যায়, তিনি এতদিন অনুশীলন করে দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন । পরের ম্যাচেই ইস্টবেঙ্গলের জার্সি গায়ে মাঠে নেমে পড়তে পারবেন । 3 ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে । দুই দলের প্রথম সাক্ষাতে শেষ হাসি হেসেছিল ইয়েলো আর্মি ।
ট্রান্সফার ব্যান উঠে যাওয়ার পর জ্যাক জার্ভিসকে সই করিয়ে নেওয়ার পরে আরও কয়েকজন ভারতীয় ফুটবলারকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল । এই মরশুমে আইএসএল-এর বাকি ম্যাচ ও সুপার কাপের জন্য সই করানো হল এই বিদেশি ফুটবলারকে । বাকিদেরও একই লক্ষ্যে সই করানো হবে । ওমিদ সিং-এর টাকা মেটাতে না-পারায় ফিফার শাস্তির কবলে পড়তে হয়েছিল লাল-হলুদকে । তবে সেই টাকা মিটিয়ে দেওয়ায় শাস্তি থেকে মুক্তি পেয়েছে তারা ।
জার্ভিসকে সই করলেও ইস্টবেঙ্গলের প্লে-অফে যাওয়ার আশা শেষ । জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খুলতেই জার্ভিসকে কলকাতায় নিয়ে আসা হয় । তবে ট্রান্সফার ব্যানের জন্য এখনও কোনও ম্যাচ খেলতে পারেননি জার্ভিস । যা নিয়ে নিয়ম করে প্রতিটি ম্যাচের আগে এবং পরে হতাশা প্রকাশ করেছিলেন লাল-হলুদের হেডস্যর । তবে এবার বাকি ম্যাচে খেলতে পারবেন তিনি ।