কলকাতা, 20 জুন: দল গোছাচ্ছে এটিকে মোহনবাগান (ISL Players Transfer) ৷ কোচ জুয়ান ফেরান্দো নতুন মরশুমে কেমন দল চাইছেন ? তার রূপরেখা আগেই দিয়েছিলেন ৷ সেইমত নিয়োগকারীরাও ফুটবলারদের দলে নিচ্ছেন ৷ সেই নিয়োগ তালিকায় এটিকে মোহনবাগানে নতুন সংযোজন আশিস রাই এবং আশিক কুরনিয়ান (Ashique Kuruniyan and Asish Rai Sign for ATK Mohun Bagan) ৷ পাঁচ বছরের চুক্তিতে এই দুই ফুটবলার যোগ দিলেন সবুজ-মেরুনে ৷
নতুন মরশুমে প্রবীর দাস দল ছাড়ছেন, তা মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছিল ৷ তাঁর জায়গায় কাকে দলে নেবে এটিকে মোহনবাগান ? তা নিয়ে জল্পনা চলছিল ৷ বেঙ্গালুরু এফসি-র সঙ্গে সোয়াপ ডিলে প্রবীর দাসের বদলে আশিক কুরনিয়ানকে পেয়েছে সবুজ-মেরুন ক্লাব ৷ তবে, আশিক রাইট উইংয়ে খেলেন না ৷ খেলেন লেফট-উইংগার হিসাবে ৷ ফলে প্রশ্ন উঠছিল রাইট উইং কে সামলাবেন ? এ বার সেই প্রশ্নের উত্তর পেয়ে গেল মেরিনার্সরা ৷ গতবারের চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি থেকে সবুজ-মেরুনে এলেন আশিস রাই ৷
কিছুদিন আগেই কলকাতায় এসে মোহনবাগান ক্লাবের জিম ড্রেসিংরুম ঘুরে দেখেন তরুণ এই মিডফিল্ডার ৷ তখনই বোঝা গিয়েছিল এটিকে মোহনবাগানে সই করতে চলেছেন গত মরশুমের এই তারকা ৷ 2021-22 মরশুমে হায়দরাবাদ এফসি-র খেতাব জয়ের পিছনে বড় ভূমিকা ছিল আশিসের ৷ তাই এবার তাঁকে দলে নিতে ঝাঁপিয়েছিলেন এটিকে মোহনবাগানের নিয়োগকারীরা ৷
বাইচুং ভুটিয়া, সঞ্জু প্রধানদের রাজ্য সিকিম থেকে উঠে আসা এই ফুটবলার নিজের কেরিয়ার শুরু করেন পুনে সিটি এফসি-তে ৷ 2017 সালের নভেম্বর মাসে তিনি যোগ দেন ইন্ডিয়ান অ্যারোজে ৷ 2017-19 সাল পর্যন্ত পুনে সিটি এফসি-র রিজার্ভ দলের হয়ে দারুণ পারফর্ম করেন তিনি ৷ এর পর 2019-20 মরশুমে তাঁকে সই করায় হায়দরাবাদ এফসি ৷ এর পর থেকেই নিজেকে প্রমাণ করতে থাকেন পাহাড়ি এই ফুটবলার ৷ রবিবার দুপুরেই একটি ছোট্ট ভিডিয়ো পোস্ট করে এটিকে মোহনবাগান ৷ সেখানে আশিসকে দেখা না গেলেও, এটিকে মোহনবাগানে যে তরুণ কোনও ফুটবলার সই করতে চলেছেন তা স্পষ্ট বোঝা গিয়েছিল ৷ সোমবার তার আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল ৷ ক্লাব ফুটবলে চমৎকার খেললেও ভারতের সিনিয়র ফুটবল দলের দরজা এখনও খোলেনি আশিস রাইয়ের জন্য ৷ যদিও, ভারতের জার্সি গায়ে অনূর্ধ্ব-20 ও অনূর্ধ্ব-23 জাতীয় দলে খেলেছেন তরুণ এই ফুটবলার ৷