কলকাতা, 28 সেপ্টেম্বর: প্রাথমিক সূচি অনুযায়ী আইএসএলের প্রথম কলকাতা ডার্বির দিন ধার্য হয়েছিল লক্ষ্মীপুজোর দিন ৷ তবে একেতেই পুজোর মরশুম তার উপর ওইদিনই ইডেন গার্ডেন্সে রয়েছে বিশ্বকাপের ম্যাচ ৷ দু'য়ের কোপে যুবভারতীতে 28 অক্টোবর বড় ম্যাচে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা একটা প্রশ্নের মুখে পড়ছিল ৷ ধনদেবীর আরাধনার দিন ডার্বি নিয়ে অসন্তোষ ছিল সদস্য-সমর্থকদের মধ্যেও ৷ সব দেখেশুনে আসরে নেমেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ৷ আগেই মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে চিঠি দিয়ে তিনি জানিয়ে দিয়েছিলেন যে, ওইদিন পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তাই সবদিক বিবেচনা করে 28 সেপ্টেম্বরের পরিবর্তে কলকাতা ডার্বি সম্ভবত হতে চলেছে আগামী 1 নভেম্বর ৷
ম্যাচের আয়োজক যেহেতু মোহনবাগান সুপার জায়ান্ট ৷ তাই তাঁদের তরফে এফএসডিওএল-এর কাছে পৌঁছে গিয়েছে অনুরোধ ৷ খুব শীঘ্রই আয়োজকদের তরফে ঘোষণাটা চলে আসবে মনে করা হচ্ছে ৷ সাধারণত কলকাতা ডার্বি অনুষ্ঠিত হয়ে থাকে উইকেন্ড অর্থাৎ, শনি অথবা রবিবারে ৷ কিন্তু ক্রিকেট বিশ্বকাপ ও উৎসবের জোড়া কোপে আইএসএলের প্রথম ডার্বি এবার আয়োজিত হতে চলেছে সপ্তাহের কর্মব্যস্ত দিনেই ৷