পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ISL 2022-23 Final: আইএসএল ফাইনাল 18 মার্চ গোয়ায় - FSDL

আইএসএল-এর ফাইনাল (ISL 2022-23 Final) ম্যাচ খেলা হবে 18 মার্চ গোয়ার মারগাঁও-এর জওহরলাল নেহরু স্টেডিয়ামে ৷ এদিন একটি বিজ্ঞপ্তি জারি করেছে আইএসএল আয়োজক সংস্থা ‘ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড’ ৷

ISL 2022-23 Final ETV BHARAT
ISL 2022-23 Final

By

Published : Feb 20, 2023, 7:07 PM IST

নয়াদিল্লি, 20 ফেব্রুয়ারি: ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল হবে 18 মার্চ ৷ গোয়ার মারগাঁও-তে জওহরলাল নেহরু স্টেডিয়ামে ফাইনাল খেলা হবে (ISL Final to be Played at Margao in Goa) ৷ এফএসডিএল-এর তরফে সোমবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ গোয়াকে বাছা হয়েছে ফাইনালের মতো মঞ্চে দু'দলের অনুশীলনের আলাদা মাঠ ও অন্যান্য পরিকাঠামোর সুবিধার জন্য ৷ আইএসএল-এর প্লে-অফের ম্যাচ শুরু হবে 2 মার্চ থেকে ৷

উল্লেখ্য, প্লে-অফে ইতিমধ্যে 5টি দল যোগ্যতা অর্জন করে ফেলেছে ৷ যার মধ্যে সবার আগে রয়েছে লিগ শিল্ডজয়ী মুম্বই সিটি এফসি, হায়দরাবাদ এফসি, এটিকে মোহনবাগান, বেঙ্গালুরু এফসি এবং কেরালা ব্লাস্টার্স ৷ প্লে-অফের 6 নম্বর জায়গার জন্য লড়াই চলছে ওড়িশা এফসি এবং এফসি গোয়ার মধ্যে ৷ এই মুহূর্তে পয়েন্ট টেবিলের যা পরিস্থিতিতে, তাতে ওড়িশা এফসি অনেক সুবিধাজনক জায়গায় রয়েছে ৷ পরিসংখ্যানের দিক থেকেও ৷ আর তাদের শেষ ম্যাচ লিগ টেবিলে 10 নম্বরে থাকা জামশেদপুরের বিরুদ্ধে ৷

ওড়িশার পয়েন্ট বর্তমানে 30 ৷ জামশেদপুরকে হারালে বা ড্র করতে পারলে সরাসরি 6 নম্বর জায়গা পাকা করে ফেলবে ওড়িশা এফসি ৷ সেক্ষেত্রে এফসি গোয়া বনাম বেঙ্গালুরু এফসি নিয়মরক্ষার ম্যাচ হয়ে যাবে ৷ কিন্তু, ওড়িশা এফসি শেষ ম্যাচে জামশেদপুরের কাছে হারলে, এফসি গোয়ার কাছে 6 নম্বরে ওঠার পথ খুলে যাবে ৷ এফসি গোয়া এই মুহূর্তে 27 পয়েন্টে রয়েছে ও গোল-পার্থক্য 3 ৷ সেখানে ওড়িশা এফসি-র গোলপার্থক্য শূন্য ৷ ফলে বেঙ্গালুরুকে হারাতে পারলে ওড়িশার সঙ্গে পয়েন্টে সমান হলেও গোলপার্থক্যের কারণে 6 নম্বর দল হিসেবে প্লে-অফে কোয়ালিফাই করবে এফসি গোয়া ৷

আরও পড়ুন:ডার্বির আগে মুম্বই 'বধ', ফার্স্ট বয়কে হারিয়ে চনমনে লাল-হলুদ

এ বছর আইএসএল আয়োজক সংস্থা ‘ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড’ (FSDL) প্লে-অফের নতুন নিয়ম নিয়ে এসেছে ৷ সেখানে এক ও দু’নম্বর দল হিসেবে মুম্বই সিটি এফসি এবং হায়দরাবাদ এফসি সরাসরি সেমি-ফাইনালের দু’টি লেগে খেলবে ৷ বাকি 3 থেকে 6 নম্বর পর্যন্ত থাকা দলগুলি 2 ও 3 মার্চ প্লে-অফ খেলে 3 ও 4 নম্বর দল হিসেবে সেমিফাইনালে কোয়ালিফাই করবে ৷ সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ 6 মার্চ এবং দ্বিতীয় ম্যাচ 8 মার্চ এবং দ্বিতীয় লেগের ম্যাচ হবে 11 ও 12 মার্চ ৷ ফাইনাল 18 মার্চ ৷

ABOUT THE AUTHOR

...view details