কলকাতা, 19 মার্চ: সেমবার আইএসএল ট্রফির সঙ্গে বাগান শিবিরে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইনালের আগে বলেছিলেন ট্রফি জিতলে তাঁকে দেখাতে। সেইমতো গোয়ায় চ্যাম্পিয়ন হওয়ার পরে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত তাঁকে আমন্ত্রণ জানান। সোমবার নবান্ন যাওয়ার আগে মোহনবাগান তাঁবুতে ঘুরে যাবেন মুখ্যমন্ত্রী। কয়েকজন ফুটবলার এবং কোচও উপস্থিত থাকবেন আগামিকালের অনুষ্ঠানে। তার আগে রবিবার কলকাতায় ফিরে নতুন মরশুমে আরও শক্তিশালী দল গড়ার কথা বললেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা (ATK Mohun Bagan Celebration in Kolkata)।
চৈত্রের মেঘলা দুপুরে তিলোত্তমার আকাশ-বাতাস মুখরিত সবুজ-মেরুন আবির আর মোহনবাগান...মোহনবাগান চিৎকারে। বিমানবন্দরে দলকে নিয়ে হাজার দু'য়েক সমর্থকের আনন্দোল্লাসের পর আইএসএল ট্রফি এল এটিকে মোহনবাগানের হেড কোয়ার্টারে অর্থাৎ মোমিনপুরে। কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা পুরো দলকে সেখানে অভিনন্দন জানান। কোচ জুয়ান ফেরান্দো অধিনায়ক প্রীতম কোটাল এবং সঞ্জীব গোয়েঙ্কা ট্রফি তুলে ধরেন উপস্থিত সংবাদমাধ্যমের সামনে। দেশের প্রধান লিগ জয়ের আনন্দকে সবচেয়ে বড় প্রাপ্তি বলে বর্ণনা করলেন সঞ্জীব গোয়েঙ্কা।
তবে সেখানে থেমে যাওয়া নয়, দলের সামনে এবার সুপার কাপ জয়ের লক্ষ্য ছুঁড়ে দিলেন তিনি। 2 এপ্রিল থেকে সুপার কাপের প্রস্তুতি শুরু করবেন জুয়ান ফেরান্দো। ট্রফি জয়ের জন্য ফুটবল দলকে কোনও ইনসেনটিভ দেওয়ার কথা ঘোষণা করেননি। বিষয়টি তিনি ফুটবলার এবং ম্যানেজমেন্টের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান। নতুন মরশুমে নতুন নামে আত্মপ্রকাশ করবে সবুজ-মেরুন। 'মোহনবাগান সুপার জায়ান্টস' এই নামে নতুন মরশুমের আইএসএলে খেলবে মেরিনার্সরা। গতকাল ট্রফিজয়ের পর কর্ণধারের এই ঘোষণায় আনন্দ দ্বিগুণ হয়েছে মেরিনার্সের ৷