পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Mohun Bagan Super Giants: এটিকে বিদায়ে সরকারি সিলমোহর, বোর্ডের সর্বসম্মতিতে পয়লা জুন থেকে মোহনবাগান 'সুপার জায়ান্টস' - ATK Mohun Bagan

প্রতীক্ষার অবসান হল অবশেষে ৷ বোর্ডের অনুমোদন পেল ‘মোহনবাগান সুপার জায়ান্টাস’ ৷ আগামী মাস থেকে নতুন নামে পরিচিতি পাবে সবুজ-মেরুন ৷

Mohun Bagan Super Giants ETV BHARAT
Mohun Bagan Super Giants

By

Published : May 17, 2023, 8:06 PM IST

কলকাতা, 17 মে: 'এটিকে' যে সরছে, সেটা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল আইএসএল জয়ের সঙ্গে সঙ্গেই ৷ তবে সর্বসম্মতিক্রমে মোহনবাগান 'সুপার জায়ান্টস' হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হল বুধবার ৷ সবুজ-মেরুনের বোর্ড অফ ডিরেক্টর্সের বৈঠকে এদিন সর্বসম্মতিক্রমে এটিকে মোহনবাগান হল মোহনবাগান সুপার জায়ান্টস ৷ বোর্ডের বৈঠকে বিষয়টি চূড়ান্ত হওয়ার পর ক্লাবের সোশাল মিডিয়া পেজের মাধ্যমে কোটি কোটি অনুরাগীদের জানিয়ে দেওয়া হয় বিষয়টি ৷ মোহনবাগানের নতুন এই নাম কার্যকর হবে আগামী 1 জুন থেকে ৷

2022-23 আইএসএল জয়ের পর মাঠ থেকেই এটিকে মোহনবাগানের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করেছিলেন, তারা সমর্থকদের আবেগের কদর করেন ৷ তাই মোহনবাগানের নামের আগে থেকে এটিকে সরিয়ে দেওয়া হবে ৷ বদলে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’ নাম রাখা হবে ক্লাবের ৷ তবে যে কোনও বিষয়কে একটি নিয়মের চৌহদ্দির মধ্যে দিয়ে যেতে হয় ৷ তেমনই সঞ্জীব গোয়েঙ্কার নাম বদলের প্রস্তাবটি এদিনের বৈঠকে উত্থাপিত হয় ৷ মোহনবাগানের বোর্ড অফ ডিরেক্টর্সের সেই প্রস্তাবে অসম্মতির কোনও অবকাশই ছিল না ৷ সবমিলিয়ে জুন থেকে সরকারিভাবে মোহনবাগান 'সুপার জায়ান্টস' নামে আত্মপ্রকাশ করতে চলেছে ৷

এই বিষয়ে সঞ্জীব গোয়েঙ্কা গত মার্চ মাসে আইএসএল ফাইনাল জেতার পর বলেছিলেন, "খবরটা ছোট হলেও, যথেষ্ট গুরুত্বপূর্ণ ৷ আগামী মাস থেকে ‘এটিকে মোহনবাগান’-এর নাম পরিবর্তন হয়ে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’ হচ্ছে ৷ 2020 সালে এটিকের সঙ্গে জুড়ে মোহনবাগান এটিকে মোহনবাগান নামে আইএসএলে আত্মপ্রকাশ করে ৷ মোহনবাগানের 80 শতাংশ ফুটবল রাইটস কিনে নেয় সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা ৷ সেই থেকে সমর্থকদের মধ্যে অসন্তোষ ছিল ৷ বিশেষত, মোহনবাগান নামের আগে এটিকে নিয়ে ৷

আরও পড়ুন:এটিকে অতীত, মোহনবাগান সুপার জায়ান্টস নামে উচ্ছ্বসিত ক্লাব ভক্তরা

তবে, নাম বদলের ক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রীর ভূমিকা ছিল ৷ তিনি নিজে আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কাকে ফোন করে এটিকে নাম বদলের অনুরোধ করেছিলেন ৷ ট্রফি জয়ের পর মোহনবাগান তাঁবুতে সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সে কথা জানিয়েছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details