কলকাতা, 17 মে: 'এটিকে' যে সরছে, সেটা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল আইএসএল জয়ের সঙ্গে সঙ্গেই ৷ তবে সর্বসম্মতিক্রমে মোহনবাগান 'সুপার জায়ান্টস' হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হল বুধবার ৷ সবুজ-মেরুনের বোর্ড অফ ডিরেক্টর্সের বৈঠকে এদিন সর্বসম্মতিক্রমে এটিকে মোহনবাগান হল মোহনবাগান সুপার জায়ান্টস ৷ বোর্ডের বৈঠকে বিষয়টি চূড়ান্ত হওয়ার পর ক্লাবের সোশাল মিডিয়া পেজের মাধ্যমে কোটি কোটি অনুরাগীদের জানিয়ে দেওয়া হয় বিষয়টি ৷ মোহনবাগানের নতুন এই নাম কার্যকর হবে আগামী 1 জুন থেকে ৷
2022-23 আইএসএল জয়ের পর মাঠ থেকেই এটিকে মোহনবাগানের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করেছিলেন, তারা সমর্থকদের আবেগের কদর করেন ৷ তাই মোহনবাগানের নামের আগে থেকে এটিকে সরিয়ে দেওয়া হবে ৷ বদলে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’ নাম রাখা হবে ক্লাবের ৷ তবে যে কোনও বিষয়কে একটি নিয়মের চৌহদ্দির মধ্যে দিয়ে যেতে হয় ৷ তেমনই সঞ্জীব গোয়েঙ্কার নাম বদলের প্রস্তাবটি এদিনের বৈঠকে উত্থাপিত হয় ৷ মোহনবাগানের বোর্ড অফ ডিরেক্টর্সের সেই প্রস্তাবে অসম্মতির কোনও অবকাশই ছিল না ৷ সবমিলিয়ে জুন থেকে সরকারিভাবে মোহনবাগান 'সুপার জায়ান্টস' নামে আত্মপ্রকাশ করতে চলেছে ৷