পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ISL 2023-24: আইএসএলের ঢাকে কাঠি 21 সেপ্টেম্বর, লক্ষ্মীপুজোর দিন কলকাতা ডার্বি

এশিয়ান গেমসের জন্য ক্লাবগুলো যাতে ফুটবলার ছাড়তে পারে সেজন্য এফএসডিএল'কে লিগ সূচনার দিনক্ষণ দিনদশেক পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন ৷ কিন্তু বৃহস্পতিবার প্রথম পর্বের সূচি ঘোষণা হতে দেখা গেল এফএসডিএল এআইএফএফ সভাপতির কথায় কর্ণপাত করেনি ৷ 21 সেপ্টেম্বর কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্স উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি'র ৷

ISL 2023 24
আইএসএলের ঢাকে কাঠি 21 সেপ্টেম্বর

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2023, 3:57 PM IST

Updated : Sep 7, 2023, 5:01 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর: হাতে আর মাত্র দু'সপ্তাহ ৷ আগামী 21 সেপ্টেম্বর, বৃহস্পতিবার থেকে বল গড়াচ্ছে 2023-24 আইএসএলের ৷ দেশের টপ টিয়ার ফুটবল লিগ সূচনার দিনক্ষণ সামনে এসেছিল কয়েকদিন আগেই ৷ কিন্তু এশিয়ান গেমসের জন্য ক্লাবগুলো যাতে ফুটবলার ছাড়তে পারে সেজন্য এফএসডিএল'কে লিগ সূচনার দিনক্ষণ দিনদশেক পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে ৷ কিন্তু বৃহস্পতিবার প্রথম পর্বের সূচি ঘোষণা হতে দেখা গেল এফএসডিএল এআইএফএফ সভাপতির কথায় কর্ণপাত করেনি ৷ 21 সেপ্টেম্বর কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্স উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি'র ৷

23 সেপ্টেম্বর লিগের প্রথম ম্যাচ খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং চলতি মরশুমে ডুরান্ড কাপ জয়ী মোহনবাগান সুপার জায়ান্ট ৷ প্রতিপক্ষ পঞ্জাব এফসি ৷ 25 সেপ্টেম্বর জামশেদপুর এফসি'র বিরুদ্ধে আসন্ন আইএসএলের প্রথম ম্যাচ খেলবে ডুরান্ড কাপ রানার্স ইস্টবেঙ্গল ৷ আর বহু প্রতীক্ষিত কলকাতা ডার্বি (প্রথম লেগ) অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুজোর দিন অর্থাৎ, 28 অক্টোবর ৷ 4 অক্টোবর বেঙ্গালুরু এফসি'র বিরুদ্ধে আইএসএলের প্রথম অ্যাওয়ে ম্য়াচ খেলবে লাল-হলুদ ৷ 7 অক্টোবর সবুজ-মেরুন প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলবে চেন্নাইয়িন এফসি'র বিরুদ্ধে ৷

এদিকে দশম আইএসএল মরশুমের জন্য টেলিভিশন সম্প্রচার স্বত্ত্ব গেল ভায়াকোম 18-এর হাতে ৷ অন্যদিকে দেশের টপ টিয়ার ফুটবল লিগের ডিজিটাল সম্প্রচার করবে জিও সিনেমা ৷ সম্প্রচার স্বত্ত্ব নির্ধারণের অপেক্ষাতেই ছিল আয়োজক এফএসডিএল ৷ সম্প্রচারকারী চ্যানেল (মিডিয়া/ডিজিটাল) ঘোষণা হয়ে যেতে সূচি প্রকাশে কালবিলম্ব করল না এফএসডিএল ৷ এদিকে জর্ডন এলসের বদলি হিসেবে ডিলান ফক্সকে সই করাতে পারে ইস্টবেঙ্গল ৷

একনজরে প্রথম পর্বে ইস্টবেঙ্গলের সূচি:

বনাম জামশেদপুর এফসি - 25 সেপ্টেম্বর (হোম)

বনাম হায়দরাবাদ এফসি - 30 সেপ্টেম্বর (হোম)

বনাম বেঙ্গালুরু এফসি - 4 অক্টোবর (অ্যাওয়ে)

বনাম এফসি গোয়া - 21 অক্টোবর (হোম)

বনাম মোহনবাগান সুপার জায়ান্ট - 28 অক্টোবর (অ্যাওয়ে)

বনাম কেরালা ব্লাস্টার্স - 4 নভেম্বর (হোম)

বনাম চেন্নাইয়িন এফসি - 25 নভেম্বর (অ্যাওয়ে)

বনাম নর্থ-ইস্ট ইউনাইটেড - 4 ডিসেম্বর (হোম)

বনাম পঞ্জাব এফসি - 9 ডিসেম্বর (হোম)

বনাম মুম্বই সিটি এফসি - 16 ডিসেম্বর (অ্যাওয়ে)

বনাম ওড়িশা এফসি - 22 ডিসেম্বর (হোম)

একনজরে প্রথম পর্বে মোহনবাগার সূচি:

বনাম পঞ্জাব এফসি -23 সেপ্টেম্বর (হোম)

বনাম বেঙ্গালুরু এফসি -27সেপ্টেম্বর (হোম)

বনাম চেন্নাইয়িন এফসি -7 অক্টোবর (অ্যাওয়ে)

বনাম ইস্টবেঙ্গল - 28 অক্টোবর (হোম)

বনাম জামশেদপুর এফসি -1 নভেম্বর (অ্যাওয়ে)

বনাম হায়দরাবাদ এফসি - 1 ডিসেম্বর (অ্যাওয়ে)

বনাম ওড়িশা এফসি -6 ডিসেম্বর (হোম)

বনাম নর্থ-ইস্ট ইউনাইটেড -15 ডিসেম্বর (অ্যাওয়ে)

বনাম মুম্বই সিটি এফসি -20ডিসেম্বর (অ্যাওয়ে)

বনাম এফসি গোয়া -23 ডিসেম্বর (হোম)

বনাম কেরালা ব্লাস্টার্স -27 ডিসেম্বর (হোম)

Last Updated : Sep 7, 2023, 5:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details