পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Mohun Bagan vs NorthEast : শেষ চারের টিকিটের জন্য অন্তত তিরিশ পয়েন্ট চাই : ফেরান্দো - 13 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে রয়েছে মোহনবাগান

এই মুহূর্তে 13 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে রয়েছে মোহনবাগান ৷ বাকি আরও সাতটি ম্যাচ ৷ তা থেকে যত বেশি সম্ভব পয়েন্ট তুলে শেষ চারে জায়গা পাকা করাই এখন লক্ষ্য গঙ্গাপাড়ের ক্লাবের (ATK Mohun Bagan vs NorthEast United) ৷

ATK Mohun Bagan
শেষ চারে জায়গা পাকা করাই এখন লক্ষ্য গঙ্গাপাড়ের ক্লাবের

By

Published : Feb 12, 2022, 7:44 AM IST

পানাজি, 12 ফেব্রুয়ারি : শেষ চারে জায়গা পাকা করার লক্ষ্যে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামবে এটিকে মোহনবাগান । পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলের বিরুদ্ধে খাতায়-কলমে মেরিনার্সরা অনেক এগিয়ে থেকে শুরু করলেও ফেরান্দোর বড় চিন্তা দলের চোট-আঘাত । দিন যত এগোচ্ছে ততই মিনি হাসপাতালে পরিনত হচ্ছে সবুজ-মেরুন ।

এই মুহূর্তে পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে শেষ চারে ওঠার দৌড়ে মোট ছ'টি দল রয়েছে । 13 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে রয়েছে মোহনবাগান ৷ বাকি রয়েছে আরও সাতটি ম্যাচ ৷ ফলে অন্তত 30 পয়েন্ট ঝুলিতে না থাকলে ছিটকে যাওয়ার আশঙ্কা রয়েছে । সেই কথা মাথায় রেখেই বাকি ম্যাচগুলি থেকে যথাসম্ভব বেশি পয়েন্ট তুলে নেওয়ায় লক্ষ্য রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসদের ৷ শনিবাসরীয় সন্ধ্যায় ফতোরদা স্টেডিয়ামে নামার আগে সেই বার্তাই শোনা গেল সবুজ-মেরুন হেডস্যারের গলাতেও ৷ প্র্যাকটিসের পর ফেরান্দো বলেন, ‘‘আপাতত ছ'টি দল শেষ চারের দৌড়ে রয়েছে । সবাই তাদের মত করে তিন পয়েন্টের জন্য ঝাঁপাবে । তাই বাকি ম্যাচগুলোতে বাড়তি সুবিধা পাব না ।’’

দলের চোট-আঘাত যে বড় সমস্যা তা মানছেন ফেরান্দো । রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, কার্ল ম্যাকহিউ, হুগো বুমোস, সুসেইরাজ, অমরিন্দর সিং, দীপক টাঙরি, কিয়ান নাসিরি । ক্রমশ দীর্ঘ হচ্ছে তালিকাটা ৷ ব্যস্ত ক্রীড়াসূচিতে সঠিক বিশ্রাম না পাওয়ার ফলে চোট সারানোর প্রক্রিয়াও সম্পূর্ণ হচ্ছে না (ATK Mohun Bagan vs NorthEast United match) ।

আরও পড়ুন : East Bengal Transfer Ban : বকেয়া না-মেটালে ফের ট্রান্সফার ব্যান, সমস্যা কমছে না লাল-হলুদের

নর্থইস্টের স্ট্রাইকার ডেসন ব্রাউন নিজের দিনে যেকোনও দলের ডিফেন্সের কাছে দুঃস্বপ্ন । যা নিয়ে বারবার খেলোয়াড়দের সতর্ক করেছেন কোচ । যদিও তাঁর চিন্তা অনেকটাই কমাবে তিরি-প্রীতমদের সাম্প্রতিক ফর্ম ৷ সেই ভরসাতেই আত্মবিশ্বাসী ফেরান্দোও ৷ তিনি বলেন, ‘‘হায়দরাবাদের ওগবেচে, মুম্বইয়ের অ্যাঙ্গুলোকে সামলেছে আমার দল । এরা প্রত্যেকেই ভাল ফুটবলার । ব্রাউনদের বিরুদ্ধেও আমাদের সতর্ক থাকতে হবে । ডিফেন্সের সামান্য ভুলেই ওর গোল করার ক্ষমতা রয়েছে ।’’

শেষ ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে লিস্টন কোলাসো একাই ম্যাচ জিতিয়েছিলেন । ভারতীয় উইঙ্গারের নৈপুণ্যে আস্থাশীল সবুজ-মেরুন কোচ । ফলে মেগা ম্যাচের আগে রয় কৃষ্ণা, হুগো বুমোসের বদলে সবুজ-মেরুনের ভরসার ব়্যাডারে কোলাসো-মনবীর-নাসিরিরা ।

ABOUT THE AUTHOR

...view details