কলকাতা, 1 সেপ্টেম্বর: চলতি মরশুমে আইএসএলের ঢাকে কাঠি পড়ছে আগামী 7 অক্টোবর (ISL 2022-23 to start from October 7)। বৃহস্পতিবার এফএসডিএলের তরফে প্রকাশিত সূচি অনুযায়ী দুর্গাপুজো শেষ হওয়ার দু'দিনের মধ্যে ভারতীয় ফুটবলের মহোৎসব শুরু ৷ উদ্বোধনী ম্যাচে কোচিতে কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) মুখোমুখি ইস্টবেঙ্গল (East Bengal)। এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) তাদের প্রথম ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলবে 10 অক্টোবর। প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। 2022-23 মরশুমে আইএসএলে প্রথম কলকাতা ডার্বি অনুষ্ঠিত হবে 29 অক্টোবর। ফিরতি ডার্বি চার মাস বাদে অর্থাৎ, আগামী বছর 25 ফেব্রুয়ারি। দু'বছর পরে মাঠে ফিরছে দর্শকও। একইভাবে পুরনো পদ্ধতি মেনে ফের হোম-অ্যাওয়ে ফরম্যাট ফিরছে এবার আইএসএলে।
পাশাপাশি লিগ ফরম্যাটেও বেশ কিছুটা বদল আনা হয়েছে। লিগ পর্বের শেষে প্রথম দু'টি স্থানে থাকা দল সরাসরি সেমিফাইনালে পৌঁছে গেলেও তৃতীয় থেকে ষষ্ঠ স্থানের মধ্যে থাকা দলগুলির মধ্যে দু'টি দল এলিমিনেটর খেলে পৌঁছবে সেমিতে ৷ এর মধ্যে প্রথম এলিমিনেটরে মুখোমুখি হবে লিগ পর্বের তৃতীয় বনাম ষষ্ঠ স্থানাধিকারী দল ৷ দ্বিতীয় এলিমিনেটরে খেলবে চতুর্থ এবং পঞ্চম স্থানাধিকারী দল ৷ এরপর প্রথম সেমিফাইনালে লিগের পয়লা নম্বর দল সামনাসামনি হবে দ্বিতীয় এলিমিনেটরে জয়ী দলের। দ্বিতীয় সেমিফাইনালে লিগের দু'নম্বর দল মুখোমুখি হবে প্রথম এলিমিনেটরে জয়ী দলের ৷ অর্থাৎ, নয়া ফরম্যাটে লিগ পর্বে ছ'নম্বর দলের কাছে শেষ ফাইনাল খেলার সুযোগ থাকছে। জোড়া সেমিফাইনাল হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে হবে।