পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ISL 2022-23: এফসি গোয়ার বিরুদ্ধে 3 পয়েন্টের খোঁজে এটিকে মোহনবাগান - ATK Mohun Bagan

আইএসএল (ISL 2022-23)-এর অ্যাওয়ে ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে এটিকে মোহনবাগান (FC Goa vs ATK Mohun Bagan Match Preview) ৷ তার আগে সবুজ-মেরুনের প্রস্তুতি নিয়ে জানালেন ব্র্যান্ডন হামিল এবং প্রীতম কোটাল ৷

ISL 2022-23 FC Goa vs ATK Mohun Bagan Match Preview
ISL 2022-23 FC Goa vs ATK Mohun Bagan Match Preview

By

Published : Nov 18, 2022, 10:12 PM IST

কলকাতা, 18 নভেম্বর: বন্ধ দরজার আড়ালে প্রস্তুতি সেরে আইএসএল (ISL 2022-23)-এর অ্যাওয়ে ম্যাচ খেলতে গোয়া রওনা দিয়েছে এটিকে মোহনবাগান ৷ রবিবার এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ ৷ পয়েন্ট তালিকায় এক নম্বরে উঠতে এই ম্যাচের তিন পয়েন্ট জরুরি সবুজ-মেরুন দলের জন্য (FC Goa vs ATK Mohun Bagan Match Preview) ৷ অ্যাওয়ে ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিয়ে আসা কঠিন চ্যালেঞ্জ ৷ বিষয়টি জানে বলেই সতর্ক এটিকে মোহনবাগান শিবির ৷ বিশেষ করে রক্ষণের বোঝাপড়ায় যাতে ত্রুটি না থাকে, সেদিকে চোখ কোচ জুয়ান ফেরান্দোর ৷ কোচের মতো সতর্ক সবুজ-মেরুনের দুই স্তম্ভ ব্র্যান্ডন হামিল এবং প্রীতম কোটাল ৷

রবিবার গোয়ার মাঠে নামার 48 ঘণ্টা আগে হামিল এবং প্রীতম দু’জনেই বলছেন, প্রতিপক্ষের পাসিং ফুটবল থামিয়ে পুরো তিন পয়েন্ট তুলে নিয়ে আসাই লক্ষ্য তাঁদের ৷ শেষ ম্যাচে শুভাশিসের গোলে জয় এসেছিল মোহনবাগানের ৷ গোয়া উড়ে যাওয়ার আগে হামিল জানাচ্ছেন, তাঁরা প্রতিযোগিতার অন্যতম সেরা দল ৷ যেকোনও দলকে হারানোর ক্ষমতা যে তাদের রয়েছে, সেই বিশ্বাস মাথায় রেখেই তাঁরা মাঠে নামবেন ৷ প্রতিপক্ষ এফসি গোয়ার ফুটবল শৈলি দেখেছেন হামিল ৷ পাসিং ফুটবল ও আক্রমণের সাহায্যে প্রতিপক্ষের রক্ষণ ভাঙার চেষ্টা করেন এদু বেদিয়া, নোয়ারা ৷ সেকথা মাথায় রেখেও নিজেদের শক্তিতে ভরসা রাখছেন ব্র্যান্ডন হামিল ৷

গোয়ার মাঠে খেলা ৷ অ্যাওয়ে ম্যাচের চ্যালেঞ্জ বেশি, তা মেনে নিচ্ছেন সবুজ-মেরুন ডিফেন্ডার ৷ তবে, সেই চ্যালেঞ্জ সামলাতে তাদের অনুপ্রেরণা কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় ৷ দ্রুত প্রতিপক্ষের মাঠ এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে, নিজেদের সেরাটা নিংড়ে দেওয়ার কথা বলছেন হামিল ৷ সবুজ-মেরুনের গোল করার ব্যর্থতা নিয়ে সমালোচকরা আঙুল তোলেন ৷ বিষয়টিকে ব্যর্থতা হিসেবে দেখতে নারাজ হামিল ৷ তাঁর মতে এটিকে মোহনবাগান কোনও ব্যক্তি বিশেষের গোল করার দক্ষতার উপর নির্ভরশীল নয় ৷ দলের অনেক ফুটবলারের নাম স্কোরবোর্ডে উঠেছে। এই অবস্থায় দলগত সংহতি যে শক্তি, তা প্রমাণিত বলে সওয়াল ব্র্যান্ডন হামিলের ৷

আরও পড়ুন:হাফডজন গোলের হার অতীত, ওড়িশা 'বধ' করে ঘরের মাঠে প্রথম জয়ের খোঁজে ইস্টবেঙ্গল

সবুজ-মেরুন রক্ষণে হামিলের সঙ্গী প্রীতম কোটাল বলছেন, ‘‘শুধু এফসি গোয়া ম্যাচ নয়, আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ৷ এই দুই ম্যাচের সাফল্য দলকে ভালো জায়গায় পৌঁছে দেবে ৷ তাই রবিবারের ম্যাচেও দলের উন্নতির গ্রাফ বজায় রাখতে হবে ৷ প্রচুর সুযোগ তৈরি হলেও, তা কাজে লাগানোয় জোর দিচ্ছেন প্রীতম ৷ তবে, সবার আগে এফসি গোয়ার চ্যালেঞ্জের মুখোমুখি হতে চান ৷ তাই গোল হজম করতে হলেও, দিনের শেষে তিন পয়েন্টই লক্ষ্য, তা বুঝিয়েছেন সবুজ-মেরুন ডিফেন্ডার ৷

ABOUT THE AUTHOR

...view details