কলকাতা, 11 অক্টোবর: বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের আইএসএল স্বপ্ন দেখার কথা বললেন স্টিফেন কনস্ট্যান্টাইন (Stephen Constantine) ৷ বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল-এর দ্বিতীয় ম্যাচে লাল-হলুদ ব্রিগেডের প্রতিপক্ষ এফসি গোয়া (East Bengal vs FC Goa Preview) ৷ আইএসএল-এ (ISL 2022-23) অংশগ্রহণের তৃতীয় বছরে ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে খেলতে নামবে ইভান গঞ্জালেসরা ৷ তবে, প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের কাছে 3-1 গোলে পরাজয় লাল-হলুদ জনতার আবেগকে সামান্য হলেও ধাক্কা দিয়েছে ৷ তাই বুধবার সন্ধ্যায় প্রিয় দলের খেলা দেখতে কতজন যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে থাকবেন তা বোঝা যাচ্ছে না ৷ যেখানে এটিকে মোহনবাগান বনাম চেন্নাইয়িন এফসি ম্যাচে মোট দর্শক উপস্থিত ছিল 23 হাজার ৷
গ্যালারি ভর্তি সমর্থকদের সামনে নিজেদের মেলে ধরার রোমাঞ্চ উপভোগ করতে আগ্রহী ইস্টবেঙ্গলের অধিনায়ক ইভান গঞ্জালেস ৷ কোচের পাশে বসে জানালেন, গ্যালারিতে দর্শকদের সমর্থন ভালো খেলতে উদ্বুদ্ধ করে ৷ তাই প্রিয় সমর্থকদের খুশি মনে ফিরে যাওয়ার ব্যবস্থা তাঁরা করবেন এবং সেই চেষ্টায় যে ত্রুটি থাকবে না সে ব্যাপারে আশ্বস্ত করেছেন গঞ্জালেস ৷
আইএসএল এর বল গড়ানোর আগেই ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন বলেছিলেন, দল নক আউটে পৌঁছলে সেটা হবে মিরাক্যাল ৷ কেরালার বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের পর, তার সেই কথাটা যেন আরও বেশি করে লাল-হলুদের প্রস্তুতির অভাবের ছবিটা সামনে নিয়ে এসেছে ৷ অনেকেই বলছেন, কোচের এই ভবিষ্যৎবাণী আদতে সাজঘরের আত্মবিশ্বাসে বড় ধাক্কা ৷ তবে, স্টিফেন কনস্ট্যান্টাইন এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিলেন ৷
তিনি বলেন, “দেখুন মাত্র 4 সপ্তাহের প্রস্তুতিতে আমরা আইএসএল খেলতে নেমেছি ৷ অন্য দলগুলি যখন তিনমাস ধরে তৈরি হয়েছে, তখন পুরো দলটা আমরা প্রথম থেকে হাতে পাইনি ৷ এই অবস্থায় আমাদের বাস্তবটা মানতে হবে ৷ প্রথম ছয় না প্রথম চারে থাকব, তা নিয়ে বলার বিলাসিতা আমার নেই ৷ আমরা একটি করে ম্যাচ ধরে এগোতে চাই ৷ বুধবার তিন পয়েন্ট তুলে নেওয়াই লক্ষ্য থাকবে ৷ দলে এখনও অনেক উন্নতির প্রয়োজন এবং সেটা প্রতিটি বিভাগে দরকার ৷ তাই আমরা প্রতিটি ম্যাচেই উন্নতির চেষ্টা করব ৷’’
আরও পড়ুন:প্রথম ম্যাচেই ডুবল পালতোলা নৌকো, প্রত্যাবর্তনের আইএসএলে মুখ পুড়ল যুবভারতীরও