চেন্নাই, 22 জানুয়ারি: হারের ধাক্কা সরিয়ে জয়ের পথে ফেরা হল না এটিকে মোহনবাগানের ৷ একই সঙ্গে প্রথম তিন ঢুকে পড়ার স্বপ্নও থমকে গেল মেরিনার্সদের ৷ চেন্নাইয়ন এফসি-র বিরুদ্ধে গোল শূন্য ম্যাচ শেষ করল এটিকে মোহনবাগান (Chennaiyin FC vs ATK Mohun Bagan Match End Goalless) ৷ আর সেখানে কিছু ক্ষেত্রে ফুটবলারদের স্বার্থপর ফুটবল মেরিনার্সদের জয়ের অন্তরায় হয়ে দাঁড়াল ৷ ফলে চেন্নাইয়ের ঘরের মাঠে আটকে যেতে হল এটিকে মোহনবাগানকে ৷
শনিবারের ম্যাচে চোট সারিয়ে মাঠে ফিরেছেন মনবীর সিং ৷ তবে, পুরোপুরি ফিট হননি তিনি ৷ তা সত্ত্বেও পুরো ম্যাচটাই খেলে গেলেন মোহনবাগানের এই স্ট্রাইকার ৷ তবে, আনফিট ফুটবলার যে দলের সমস্যার কারণ হন, তা মনবীরের পারফরম্যন্সে প্রমাণিত হল আরেকবার ৷ শেষদিকে কিয়ান নাসিরিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো মাঠে নামালেও গোল আসেনি ৷
তবে, মোহনবাগান ফুটবলারদের বেশ কয়েকটি ভালো শট বাঁচিয়ে দিয়েছেন প্রতিপক্ষের গোলকাপির ৷ আর চেন্নাইয়নের সেই ত্রাতা একজন বাঙালি ৷ ইস্টবেঙ্গলের রায়গঞ্জ অ্যাকাডেমির ছাত্র শমীক মিত্র ৷ হুগো বুমোসের দারুণ শট চেন্নাইয়িনের গোলরক্ষককে পরীক্ষা করলেও, দক্ষতার সঙ্গে তিনি সেটি বাঁচান ৷ অন্যদিকে, ফের অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন বিশাল কায়েত ৷ তিনি দুর্ভেদ্য না হলে, চেন্নাই থেকে শূন্য হাতেই ফিরতে হত মেরিনার্সদের ৷
এই ম্যাচের পর লিগ শিল্ড জয়ের আশা একেবারেই শেষ বলে ধরে নিয়েছে এটিকে মোহনাগান ম্যানেজমেন্ট ৷ অন্তত তিনটি সুযোগ নষ্ট করেন এটিকে মোহনবাগানের ব্র্যান্ডন হ্যামিল ৷ অস্ট্রেলিয়ান স্ট্রাইকারও যে পুরো ফিট নন, তা তাঁর এই ম্যাচের পারফরম্যান্সে দেখা গিয়েছে ৷ গোলের সুযোগ কাজে লাগালে তিন পয়েন্ট নিশ্চিত ছিল সবুজ-মেরুন ক্লাবের ৷ তবে, কিছুক্ষেত্রে আক্রমণের সময় দারুণ দক্ষতা দেখিয়েছেন দুই দলের ফুটবলাররাই ৷ তবে, লিস্টন কোলাসো তাঁর স্কোরিং বুট হারিয়ে ফেলেছেন ৷ অতিরিক্ত সময় বল রাখতে গিয়ে প্রতিপক্ষকে সুবিধা করে দিচ্ছেন ৷
ফুটবলে মাঝমাঠের দখলের উপর নির্ভর করে ম্যাচের রাশ ৷ সেক্ষেত্রে দুই দলই কর্তৃত্ব দেখিয়েছে ৷ কিন্তু, তার পূর্ণ সদ্ব্যবহার করতে পারেনি কোনও দলই ৷ যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাইয়িন এফসি জয় পেয়েছিল সবুজ-মেরুনের বিরুদ্ধে ৷ শনিবার হুগো বুমোসদের সামনে সেই হারের শোধ নেওয়ার সুযোগ ছিল ৷ কিন্তু, সেই দাপুটে ফুটবল দেখা যায়নি লিস্টন কোলাসোদের খেলায় ৷
আরও পড়ুন:লজ্জার হ্যাটট্রিক, হায়দরাবাদের বিরুদ্ধে 2-0 হারল ইস্টবেঙ্গল
আর এর পারফর্মেন্স গ্রাফ নামার পিছনে লাগাতার ফুটবলারদের চোট পাওয়াকে দায়ী করেছন কোচ জুয়ান ফেরান্দো ৷ আর তাঁর সেই দাবি যে খুব একটা মিথ্যে নয় তা চেন্নাইয়িন ম্যাচে স্পষ্ট হয়ে গিয়েছে ৷ তার থেকেও বড় কথা মাঠে অগোছালো লাগছে মেরিনার্সদের ৷ 14 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে 4 নম্বরে রয়েছে এটিকে মোহনবাগান ৷ ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে ওড়িশা এফসি ৷ 22 পয়েন্ট তাদের দখলে ৷ এই মাসের শেষ ম্যাচে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষও ওড়িশা ৷ অবস্থার উন্নতি না হলে জুয়ান ফেরান্দোর দলের শীর্ষে ওঠার স্বপ্ন আরও ফিকে হয়ে যাবে ৷