পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IOC 141st Session: মেয়াদ শেষের পরেও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি পদে থাকার অনুরোধ বাচকে - মুম্বইয়ে 141তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশন

IOC President Thomas Bach End His Tenure in 2025: আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তিনদিনের অধিবেশন বসেছে মুম্বইয়ে ৷ তিনদিনের এই অধিবেশনের প্রথমদিনে কমিটির সভাপতি পদে মেয়াদ শেষের পরেও থমাস বাচকে দায়িত্ব সামলানোর প্রস্তাব দিল অধিকাংশ সদস্য দেশ ৷

Image Courtesy: IOC Media Twitter/X
Image Courtesy: IOC Media Twitter/X

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2023, 7:54 PM IST

মুম্বই, 15 অক্টোবর: 2025 সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি পদে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে থমাস বাচের ৷ কিন্তু, তারপরেও তাঁকে সেই পদের দায়িত্বে থাকার অনুরোধ করল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সদস্য দেশগুলি ৷ আজ থেকে তিনদিনের আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশন বসেছে মুম্বইয়ে ৷ সেখানেই এই প্রস্তাব দেওয়া হয়েছে সদস্য দেশগুলির তরফে ৷ সেই সঙ্গে থমাস বাচ ঘোষণা করেছেন, তারা অলিম্পিক ই-স্পোর্টস গেম তৈরি করার পরিকল্পনা করছেন ৷

মুম্বইয়ে 141তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তিনদিনের অধিবেশন শুরু হয়েছে ৷ সেখানেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বর্তমান সভাপতি থমাস বাচকে 2025 সালের মেয়াদ শেষের পরেও দায়িত্ব পালনের অনুরোধ করা হয়েছে ৷ 2013 সালে বুয়েনস আইরসে 125তম অধিবেশনে জার্মানির প্রাক্তন অলিম্পিয়ান থমাস বাচকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি নির্বাচিত করা হয় 8 বছরের জন্য ৷ 2021 সালের মার্চ মাসে তাঁকে আরও চার বছরের জন্য পুনর্নিবাচিত করা হয় ৷ থমাস বাচ আন্তর্জাতি অলিম্পিক কমিটির অষ্টম সভাপতি ৷

2001 থেকে সপ্তম সভাপতি হিসেবে দায়িত্বে থাকা জ্যাকস রগকে হারিয়ে আন্তর্জাতি অলিম্পিক কমিটির প্রধানের আসনে বসেন ৷ জ্যাকস রগ আন্তর্জাতি অলিম্পিক কমিটির সভাপতি পদে থাকার সময়কাল বেঁধে দিয়েছিলেন ৷ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সংশোধিত সংবিধান অনুযায়ী, একজন সর্বাধিক 12 সভাপিত পদে নির্বাচিত হতে পারবেন ৷ মূলত, দীর্ঘদিন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি পদ আঁকড়ে বসে থাকার চল বন্ধ করতেই নিয়মে সংশোধন করা হয়েছিল ৷

সেই সংশোধন অনুযায়ী, থমাস বাচ 2025 সালের পর ওই পদে আর থাকতে পারবেন না ৷ কিন্তু, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির 99টি সদস্য দেশ থমাস বাচের সভাপতি পদে থাকার পক্ষে সমর্থন জানিয়েছে ৷ 2025 সালে তাঁর সময়কাল শেষ হওয়ার পর নির্বাচনের মাধ্যমে তাঁকে তৃতীয়বার সভাপতি করার পক্ষে মত দিয়েছে 99টি সদস্য দেশ ৷ কিন্তু, সেক্ষেত্রে অলিম্পিক কমিটির সংবিধানে বদল করা জরুরি হয়ে পড়বে ৷

আরও পড়ুন:গুরবাজের বিস্ফোরক ইনিংসে সঙ্গ দিল লোয়ার-অর্ডার, 'থ্রি-লায়ন্স'কে 285 রানের টার্গেট আফগানদের

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য লুইস মেজিয়া ওভেইদো এ দিন বলেন, ‘‘আপনি আমাদের এগিয়ে চলার ক্ষেত্রে সেরা পথ দেখিয়েছেন ৷ আসন্ন অলিম্পিক গেমস আয়োজনের ক্ষেত্রেও আপনি আমাদের পথপ্রদর্শক ৷ আর সেই কারণেই আমি এই প্রস্তাবে সমর্থন জানাচ্ছি ৷’’ উল্লেখ্য, 141 তম আন্তর্জাতি অলিম্পিক কমিটির অধিবেশনের প্রথম দিনেই থমাস বাচ অলিম্পিক ই-স্পোর্টস গেম তৈরি করার পরিকল্পনার কথা জানান ৷

বাচ এদিন বলেন, ‘‘আমি আমাদের আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ই-স্পোর্টস কমিশনকে ‘অলিম্পিক ই-স্পোর্টস গেমস’ তৈরির করতে গবেষণা করতে বলেছি ৷’’ উল্লেখ্য, 141 তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশনে ভারতীয় ক্রীড়া মন্ত্রকের তরফে 2036 সালে অলিম্পিক গেমস আয়োজনের প্রস্তাব রাখা হবে ৷ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সেই প্রস্তাবে অনুমোদন দিলে, তা হবে ভারতের কাছে এক ঐতিহাসিক মুহূর্ত ৷

(খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details