পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বাদ শুটিং, 2022 কমনওয়েলথ গেমস বয়কটের আবেদন জানিয়ে ক্রীড়ামন্ত্রীকে চিঠি IOA প্রেসিডেন্টের - ministry of sports

শুটিং বাদ পড়ায় কমনওয়েলথ গেমস বয়কটের আবেদন জানিয়ে ক্রীড়ামন্ত্রীকে চিঠি পাঠালেন IOA প্রেসিডেন্ট ।

বাদ শুটিং

By

Published : Jul 28, 2019, 3:25 PM IST

দিল্লি, 28 জুলাই : 2022 কমনওয়েলথ গেমস থেকে বাদ দেওয়া হয়েছে শুটিং । এর প্রতিবাদে কমনওয়েলথ গেমস বয়কটের আবেদন জানান ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নরেন্দ্র বাত্রা । কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে মেইলও পাঠিয়েছেন তিনি ।

কমনওয়েলথ গেমস ফেডারেশনের কার্যকরী সমিতি সম্প্রতি 2022 বার্মিংহাম কমনওয়েলথ গেমস থেকে শুটিংকে বাদ দিয়েছে । এই সিদ্ধান্তের প্রতিবাদে IOA-র তরফ থেকে মেইলে কিরেণ রিজিজুকে পরিষ্কারভাবে বলা হয়েছে, "সেক্রেটারি জেনেরাল রাজীব মেহতার সঙ্গে আলোচনার পর IOA 2022 কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে । IOA সদস্যদের মধ্যে এই বিষয়ে আলোচনা হয়েছে এবং সর্বসম্মতিক্রমে IOA গেমসে অংশ না নেওয়ার সিদ্ধান্তে পৌঁছেছে । এই বিষয়ে আপনার মতামতের অপেক্ষায় আছে IOA ।"

প্রসঙ্গত কমনওয়েলথ গেমসে পদক জয়ের ক্ষেত্রে ভারত অনেকটাই নির্ভরশীল দেশের শুটারদের উপর । 2018 গোল্ড কোস্টে ভারত 7টি সোনা সহ মোট 16টি পদক পেয়েছিল শুটিং থেকেই । সেই কারণে শুটিংকে বাতিল করায় বড়সড় পদক্ষেপ করার পথে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন ।

ABOUT THE AUTHOR

...view details