কলকাতা, 17 এপ্রিল: লগ্নিকারী বাঙ্কারহিলের সঙ্গে বিচ্ছেদ হতে চলেছে মহমেডান স্পোর্টিংয়ের ৷ ক্লাবের বর্তমান কর্তাদের অসহযোগিতার কারণেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বলে জানিয়েছেন বাঙ্কারহিলের কর্ণধার দীপক সিং ৷ ফলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কয়েক মাস আগেই সম্ভবত লগ্নিকারী সংস্থার সঙ্গে বিচ্ছেদ হতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাবের ৷ বাঙ্কারহিল এতদিন এই ক্লাবের লগ্নিকারী হিসেবে কাজ করছিল ৷ পারস্পরিক মতভেদ হলেও গাঁটছড়া কখনই বিচ্ছেদের দিকে যায়নি ৷ কিন্তু, শেষপর্যন্ত তাল কাটল ৷
কলকাতা ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাবের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতভেদ চলছিল ৷ কিন্তু, এবার ক্লাবের সঙ্গে মতভেদ যে জায়গায় গিয়েছে, তাতে একসঙ্গে চলা সম্ভব নয় বলে জানাচ্ছেন লগ্নিকারি সংস্থার কর্তা দীপক কুমার সিং ৷ এটা ঠিক ক্লাবে লগ্নিকারী আসলেও মহমেডানের সাফল্য সেভাবে আসেনি ৷ সদ্য শেষ হওয়া মরশুমে বড় কোনও টুর্নামেন্ট জিততে পারেনি সাদা-কালো ব্রিগেড ৷ ডুরান্ড কাপের পর আই লিগেও চ্যাম্পিয়ন হতে পারেনি তারা ৷ বাঙ্কারহিল কর্তারা ক্লাবের সঙ্গে যোগ দেওয়ার পরেই জানিয়ে দিয়েছিলেন, 2 বছরের মধ্যে আই লিগ জিতে ময়দানের অন্য দুই বড় ক্লাবের মতো মহামেডানও দেশের সর্বোচ্চ লিগ, আইএসএল-এ খেলবে ৷
যদিও সেই স্বপ্ন অধরা রয়ে গিয়েছে ৷ মহামেডান ক্লাবের সচিব ইস্তেয়াক আহমেদ জানিয়েছেন, তাঁদের ক্লাব সমর্থকদের ভিত্তির উপরে দাঁড়িয়ে ৷ সেখানে সাফল্য না আসলে দায় নিতেই হবে ৷ কোনও ব্যক্তি বা সংস্থা অপরিহার্য নয় ৷ মতের আদান-প্রদান ছোটখাটো ভুল বোঝাবুঝি হয়ে থাকে ৷ তবে কোনও সংস্থা চলে গেলেও মহমেডান ক্লাব তার জায়গাতেই থাকবে ৷ ফুটবলে সাফল্য না আসলেও, মহিলাদের ক্রিকেট লিগে জয় পেয়েছে মহামেডান ৷ সেই সঙ্গে সিএবি ক্রিকেট লিগের মূলপর্বেও ওঠে তারা ৷ কিন্তু, এর পরেও লগ্নিকারী সংস্থার সঙ্গে দূরত্ব কেন ?