লুসেন, 12 অক্টোবর: রাশিয়ান অলিম্পিক কমিটিকে সাসপেন্ড করল ইন্টারন্যাশানাল অলিম্পিক কমিটি ৷ অর্থাৎ প্যারিস অলিম্পিকে এবার আর দেখা যাবে না রাশিয়াকে ৷ গত 5 অক্টোবর রাশিয়ান অলিম্পিক কমিটি যে একতরফা সিদ্ধান্ত নিয়েছে তা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নিয়ম বিরুদ্ধ ৷ ঠিক কী সিদ্ধান্ত নিয়েছিল রাশিয়ান অলিম্পিক কমিটি? কমিটি বেশকিছু আঞ্চলিক ক্রীড়া সংগঠনকে তাদের সদস্য হিসাবে ঘোষণা করে ৷ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির দাবি এই সংস্থাগুলি(দোনেৎস্ক, খেরসন, লুহানস্ক এবং জাপোরিঝিয়া) ইউক্রেনের জাতীয় অলিম্পিক কমিটির কর্তৃত্বাধীন ৷ আর এই নিয়মবিরুদ্ধ কাজের জন্যই রাশিয়ান অলিম্পিক কমিটিকে বরখাস্ত করল অলিম্পিকের গভর্নিং বডি ৷
শুক্রবার একটি বিজপ্তি জারি করে তারা জানিয়েছে, "রাশিয়ান অলিম্পিক কমিটি এখন থেকে আর জাতীয় অলিম্পিক কমিটি থাকবে না ৷ তারা এই অলিম্পিকের জন্য় কোনও আর্থিক অনুদানও পাবে না ৷" তবে কমিটি কর্তৃপক্ষ এও জানিয়েছে যে রাশিয়াকে বাতিল করা হয়েছে ঠিকই তবে রাশিয়ান খেলোয়াড়রা অলিম্পিকে অংশ নিতে পারবেন ৷ কিন্তু সেক্ষেত্রে তাঁরা দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন না ৷ তবে খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে প্যারিস অলিম্পিকে অংশ নিতে পারবেন ৷ এক্ষেত্রে রাশিয়ার পাসপোর্ট ব্যবহার করতে পারবেন তাঁরা ৷ তাঁদের গণ্য করা হবে নিরেপেক্ষ খেলোয়াড় হিসাবেই ৷