পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কলকাতায় আয়োজিত হবে আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতা - কলতকাতা

কোরোনার জেরে বন্ধ রয়েছে বক্সিং। চলছে অলিম্পিকের প্রস্তুতি । তবে রাজ্য কিংবা স্থানীয় স্তরে অনুশীলন চললেও প্রতিযোগিতা আয়োজন সম্ভব হচ্ছে না । কারন রিংয়ে বক্সারদের একে অপরের কাছাকাছি আসতে হয় । আপাতত সবদিক চিন্তা করে এবং সচেতনতা অবলম্বন করে শুধু অনুশীলন হচ্ছে বলে জানিয়েছেন রাজ্য বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি ।

boxing
boxing

By

Published : Oct 21, 2020, 10:17 PM IST

কলকাতা , 21 অক্টোবর : কলকাতায় বসতে চলেছে বক্সিংয়ের আন্তর্জাতিক আসর । কোরোনার প্রকোপ কমলেই দেশের বক্সিং ফেডারেশন কলকাতায় আর্ন্তজাতিক বক্সিংয়ের বড় চ্যাম্পিয়নশিপ করতে চায় । বুধবার এই খবর জানিয়েছেন রাজ্য বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় ।

কোরোনার জেরে বন্ধ রয়েছে বক্সিং। চলছে অলিম্পিকের প্রস্তুতি । তবে রাজ্য কিংবা স্থানীয় স্তরে অনুশীলন চললেও প্রতিযোগিতা আয়োজন সম্ভব হচ্ছে না । কারন রিংয়ে বক্সারদের একে অপরের কাছাকাছি আসতে হয় । আপাতত সবদিক চিন্তা করে এবং সচেতনতা অবলম্বন করে শুধু অনুশীলন হচ্ছে বলে জানিয়েছেন রাজ্য বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি ।

তবে তিনি এই কঠিন পরিস্থিতির মধ্যে আশা হারাতে নারাজ রাজ্য বক্সিং অ্যাসোসিয়েশন । সংস্থার প্রশাসনিক নির্বাচন সম্ভব হয়নি । অসিত বন্দোপাধ্যায় জানাচ্ছেন ইতিমধ্যে আন্তর্জাতিক বক্সিং চ্যাম্পিয়নশীপের পরিকল্পনা করা হয়েছে । যা সাম্প্রতিক অতীতে এই শহর দেখেনি । নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই চ্যাম্পিয়নশীপ আয়োজিত হবে । ডিসেম্বরে সংস্থার নির্বাচনের পরেই এই প্রতিযোগিতার প্রস্তুতি শুরু হবে ।

কলকাতায় আয়োজিত হবে আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতা

বিশ্বের প্রথম পাচটি দেশকে এই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানো হবে । সেই তালিকায় কিউবা এবং অ্যামেরিকা থাকবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে । আরও দুটো দেশ এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন অসিত বন্দ্যোপাধ্যায় । এছাড়াও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে গুডউইল বক্সিংয় প্রতিযোগিতার আয়োজন করা হবে । আপাতত করোনা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে । কোরোনার প্রকোপ কমলেই নতুন বছরে নতুন আশা জাগিয়ে রিংয়ে ফিরবে বক্সিং।

ABOUT THE AUTHOR

...view details