পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রিয়াদ সিজন কাপে খেলবে ইন্টার মিয়ামি, 1 ফেব্রুয়ারি মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথ - লিওনেল মেসি

Lionel Messi vs Cristiano Ronaldo will Happen 1st February in Riyadh Season Cup: গত 22 নভেম্বর রিয়াদ সিজন কাপে ইন্টার মিয়ামির খেলার সম্ভাবনার কথা জানিয়েছিল আয়োজকরা ৷ এবার সেই সম্ভাবনায় সিলমোহর পড়ল ৷ অর্থাৎ, আগামী বছর ফের একবার দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির দ্বৈরথ দেখতে পারবে ফুটবল বিশ্ব ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 10:30 AM IST

ফোর্ট লডারডেল, 12 ডিসেম্বর: অবশেষে সৌদি আরবে ফের একবার মুখোমুখি হতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি ৷ সৌদিতে আয়োজিত রিয়াদ সিজন কাপে অংশ নেবেন এই দুই মহাতারকা ৷ মার্কিন স্থানীয় সময় সোমবার ইন্টার মিয়ামি কর্তৃপক্ষ তাদের রিয়াদ সিজন কাপে খেলার বিষয়টি নিশ্চিত করেছে ৷ তারা জানিয়েছে, তিন দলের এই টুর্নামেন্টে তারা দু’টি ম্যাচ খেলবে ৷ ইন্টার মিয়ামির প্রথম ম্যাচ 29 জানুয়ারি আল হিলালের বিরুদ্ধে ৷ আর রোনাল্ডোর আল নাসেরের বিরুদ্ধে 1 ফেব্রুয়ারি নামবে মেসির ইন্টার মিয়ামি ৷

মার্কিন মেজর লিগের এই দলের স্পোর্টিং ডিরেক্টর ক্রিস হেন্ডারসন বলেন, ‘‘এই ম্যাচগুলি আমাদের দলের গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা নেবে ৷ যা নতুন ফুটবল মরশুমে আমাদের অনেক সাহায্য করবে ৷ আল হিলাল এবং আল নাসেরের মতো উন্নতমানের দু’টি দলের বিপক্ষে খেলার জন্য আমরা মুখিয়ে রয়েছি ৷ উল্লেখ্য, এর আগে ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট 35টি ম্যাচে মুখোমুখি হয়েছেন এলএম 10 এবং সিআর 7 ৷ যেখানে 16 ম্যাচে মেসির দল জিতেছে ৷ আর 10টি ম্যাচে জিতেছে রোনাল্ডোর ৷ বাকি 9 ম্যাচ ড্র করেছে দুই মহাতারকার দল ৷

গত মাসে যখন প্রথমবার রিয়াদ সিজন কাপে ইন্টার মিয়ামির খেলার কথা আয়োজকরা জানিয়েছিল, তখন মার্কিন ক্লাবের তরফে এ নিয়ে কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি ৷ সেই সময় ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছিল, তাদের প্রি-সিজনের সূচি তৈরি হয়নি ৷ সেই সূচি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিল ইন্টার মিয়ামি ৷ তবে, রিয়াদ সিজন কাপ প্রি-সিজন ম্যাচ হিসেবেই রিয়াদ সিজন কাপ খেলবে ৷ রিয়াদ সিজন কাপের গত অধ্যায়ে ফ্রান্সের প্যারিস সাঁ জা খেলেছিল ৷ সেই সময় লিগ ওয়ানের এই দলে ছিলেন মেসি ৷ এবার ইন্টার মিয়ামির হয়ে ফের এই টুর্নামেন্ট খেলবেন মেসি ৷

উল্লেখ্য, শুধু মেসি বনাম রোনাল্ডো নয় ৷ রিয়াদ সিজন কাপে মেসি বনাম নেইমার দ্বৈরথ দেখার সুযোগ পাবে ফুটবল বিশ্ব ৷ এই মরশুমের মাঝামাঝি সময়ে নেইমার জুনিয়র সৌদি লিগের দল আল হিলালে সই করেছেন ৷ তাই রিয়াদ সিজন কাপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি এবং নেইমার জুনিয়র তিনজনকেই খেলতে দেখা যাবে ৷

আরও পড়ুন:

  1. রিয়াদ সিজন কাপে মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথের সম্ভাবনা
  2. 'সিদ্ধান্ত প্রত্যাহার করুন', পেনাল্টি পেয়েও রেফারির ভুল শুধরে শিরোনামে সিআর সেভেন
  3. ভারতের বিশ্বকাপ খেলার পক্ষে সওয়াল, মুম্বইয়ের স্কুলে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা অলিভার কানের

ABOUT THE AUTHOR

...view details