ডালাস, 8 অগস্ট: ইন্টার মিয়ামির হয়ে আরও একটি অসাধারণ পারফর্ম্যান্স ৷ লাগাতার তিন ম্যাচে মেজর লিগের এই ক্লাবের জার্সিতে 2টি করে গোল করলেন লিওনেল মেসি ৷ ভারতীয় সময় মঙ্গলবার ভোরে লিগস কাপের রাউন্ড অফ সিক্সটিনে এফসি ডালাসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ টাই-ব্রেকারে 3-5 গোলে জিতল ইন্টার মিয়ামি ৷ সেই সঙ্গে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করল পিংক ক্লাব ৷ ম্যাচ টাই-ব্রেকারে গেলেও নির্ধারিত 90 ও পরের 30 মিনিটে দুই দলই 4-4 গোল করেন ৷ যার মধ্যে মেসির দুই গোল এসেছে অসাধারণ ফ্রি-কিকে ৷ তবে, এ দিন দুই দলই একটি করে সেম-সাইড গোল করে ৷
লিগস কাপের রাউন্ড অফ সিক্সটিন ম্যাচের শুরুতেই মেসির অসাধারণ ফ্রি-কিকে এগিয়ে যায় ইন্টার মিয়ামি ৷ ম্যাচের 6 মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া শট গোলকিপারকে বিট করে জালে জড়িয়ে দেন মেসি ৷ ম্যাচের 85 মিনিটেও মেসির ফ্রি-কিকের দৌলতেই 4-4 করে ইন্টার মিয়ামি ৷ ডানদিকের গোলপোস্টের কর্নার দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি ৷ তবে, লিও মেসির অভিষেক ম্যাচ থেকে এই প্রথমবার কোনও দল ইন্টার মিয়ামিকে কঠিন লড়াই দিল ৷ এফসি ডালাস শুরুতে পিছিয়ে পড়লেও, কখনই ম্যাচ থেকে হারিয়ে যায়নি ৷
ম্যাচের 37 মিনিটে ফাকুন্দোর গোলে সমতা ফেরায় এফসি ডালাস ৷ আর প্রথমার্ধের 45 মিনিটে বের্নাড কামুনগোর গোলে 2-1 এ এগিয়ে যায় ডালাস ৷ ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলে ডালাসের প্লেয়াররা ৷ 63 মিনিটে আলান ভেলাস্কোর গোলে 3-1 করে তারা ৷ তবে, 2 মিনিটের মাথায় এক গোল শোধ করে ইন্টার মিয়ামি ৷ বেঞ্জামিন ক্রেমাসিচ 65 মিনিটে স্কোর 3-2 করে দেন ৷ তবে, 68 মিনিটে ইন্টার মিয়ামির রবার্ট টেলর নিজেদের গোলে বল ঠেলে দেন ৷ সেম-সাইডের চক্করে 4-2 পিছিয়ে যায় ইন্টার মিয়ামি ৷