বিধাননগর, 2 সেপ্টেম্বর: আগামিকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ফাইনাল। যে ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ৷ ডুরান্ড ফাইনালে ডার্বিকে কেন্দ্র করে স্বভাবতই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে। শনিবার ডুরান্ড ফাইনাল নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করে ডিসিডিডি বিশ্বজিৎ ঘোষ ৷
তিনি জানান, আগামিকাল ডুরান্ড কাপ ফাইনাল ৷ একটি গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে হতে চলেছে। যুবভারতীর দর্শক আসন 62 হাজার 500 ৷ তাই হাজার হাজার দর্শক সমাগমে নিরাপত্তার দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ আগামিকাল খেলার নিরাপত্তা এবং যান নিয়ন্ত্রণের জন্য প্রায় 3 হাজার 500 জন পুলিশ কর্মী থাকবেন। তাদের মধ্যে প্রায় 22 জন এসপি এবং অ্যাডিশনাল এসপি ব়্যাংকের অফিসার থাকবেন। 35 জন এসিপি ব়্যাংকের অফিসার থাকবেন। এছাড়াও সাদা পোশাকে পুলিশ থাকবে। টিকিট ব্ল্যাক রুখতেও থাকছে বিশেষ ব্যবস্থা।
- মোহনবাগান দর্শকরা 3, 4 এবং 5 নম্বর গেট দিয়ে ঢুকবেন। তারা বেলেঘাটা দিয়ে আমুল আইল্যান্ডে এসে গাড়ি মিশ্রা আইল্যান্ড এবং ক্যানাল সাইডে পার্কিং করবেন।
- ইস্টবেঙ্গলের সমর্থকরা 1, 2 এবং 3 নম্বর গেট দিয়ে ঢুকবেন। তারা কাদাপাড়া থেকে আমুল আইল্যান্ডে এসে গাড়ি পার্কিং করবে আইএ মার্কেটের আশেপাশে।