পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Hima Das : অলিম্পিকসের আগে জোর ধাক্কা, চোট পেলেন হিমা - হিমার চোট

রিলে রেস টিমে অংশ নিতে না পারলে হিমার টোকিও যাওয়ার সম্ভাবনা খুব কম ৷ 200 মিটার স্প্রিন্টে যোগ্যতা অর্জন করার চেষ্টা করছেন ৷

Hima
Hima

By

Published : Jun 26, 2021, 6:27 PM IST

পাতিয়ালা, 26 জুন : অলিম্পিকস শুরু হতে আর বেশিদিন নেই ৷ তার আগে জোর ধাক্কা ভারতের ৷ পাতিয়ালায় জাতীয় আন্তঃরাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের (National Inter-State Athletics Championship) 100 মিটার হিটে দৌড়াতে গিয়ে মাংসপেশীতে টান ধরায় চোট পেলেন দেশের তারকা স্প্রিন্টার হিমা দাস (Hima Das) ৷ তবে চোট কতটা গভীর তা এখনও জানা যায়নি ৷ হিমার চোটের খবর ছড়াতেই হইচই পড়ে গিয়েছে দেশের অ্যাথলিট মহলে ৷

আজ সন্ধ্যায় 100 মিটারের ইভেন্টের ফাইনাল হওয়ার কথা ৷ হিমা ওই ইভেন্টে অংশ নিতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে ৷ হিমার চোটের কথা জানিয়ে ইতিমধ্যেই অ্যাথলেটিক্স ফেডারেশন থেকে তাঁর দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে ৷ হিমার চোট গুরুতর হলে টোকিও অলিম্পিকসে যোগ্যতা অর্জনের ক্ষেত্রে 4x100 মিটার মহিলাদের রিলে রেস টিম জোর ধাক্কা খাবে ৷ হিমা এই দলের গুরুত্বপূর্ণ সদস্য ৷ টিমে রয়েছেন দ্যুতি চাঁদ (Dutee Chand), ধনলক্ষ্মী এবং অর্চনা সুশীন্দ্রন ৷

রিলে রেস টিমে অংশ না নিতে পারলে হিমার টোকিও যাওয়ার সম্ভাবনা খুব কম ৷ 200 মিটার স্প্রিন্টে যোগ্যতা অর্জন করার চেষ্টা করছেন ৷ তবে হিমার পাখির চোখ 4x100 মিটার মহিলাদের রিলে রেস ৷ এদিকে হিমার উপর নির্ভর করছে ওড়িশার অ্যাথলিট দ্যুতি চাঁদের টোকিও যাওয়া ৷ মহিলাদের রিলে রেস টিম টোকিওর টিকিট পাকা করতে না পারলে দ্যুতিরও অলিম্পিকসে অংশ নেওয়া হবে না ৷ বাকি সবকটি ইভেন্টে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে দ্যুতি ৷

আরও পড়ুন : Archery World Cup : জোড়া ফাইনালে দেশের তিরন্দাজরা, নজর অতনু-দীপিকার দিকে

দীর্ঘদিন ধরে চোট আঘাতে ভুগছেন হিমা ৷ 100 মিটার হিটে দৌড়াতে গিয়ে সেই পুরানো চোটই আবার চাগাড় দিয়ে ওঠে ৷ পাতিয়ালায় চলতি জাতীয় আন্তঃরাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপই হিমা ও দ্যুতির জন্য অলিম্পিকসে (Tokyo Olympics) যোগ্যতা অর্জন করার শেষ সুযোগ ৷

ABOUT THE AUTHOR

...view details