জাকার্তা, 2 অক্টোবর: 1980 সালের 16 অগাস্টের ইডেন গার্ডেন্সের ভয়াবহ স্মৃতি (1980 Eden Gardens Tragedy) মনে করিয়ে দিল ইন্দোনেশিয়া ৷ 42 বছর আগে ইডেন গার্ডেন্সে কলকাতা ডার্বিতে সমর্থকদের মধ্যে ঝামেলার জেরে 16 জনের মৃত্যু হয়েছিল ৷ সেদিনের সেই স্মৃতিকেই মনে করিয়ে দল ইন্দোনেশিয়ার আরেমা এফসি ও পেরসাবায়া সুরাবায়ার ম্যাচ (Indonesia Football Match Incident) ৷ অভিযোগ গতকাল রাতের ম্যাচ চালাকালীন আরেমা এফসি’র সমর্থকরা মাঠে ঢুকে পড়েন ৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ মাঠে উপস্থিত সমর্থকদের মধ্যে 127 জনের মৃত্যু হয়েছে (Indonesia Stampede Incident) ৷ সংখ্যাটা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে ৷ আহতদের সংখ্যা 180 জনের বেশি বলে জানা গিয়েছে ৷
1980 সালের 16 অগাস্ট ইডেনে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের কলকাতা ডার্বির ম্যাচ চলছিল ৷ যে ম্যাচের মাঝে ইডেনের স্ট্যান্ডে হঠাৎই বিদেশ বসু এবং দিলীপ পালিতের মধ্যে একটি ট্যাকেলকে ঘিরে উত্তেজনা ছড়ায় । অল্প সময়ের মধ্যেই হাতাহাতি শুরু হয়ে যায় দু’পক্ষের সমর্থকদের মধ্যে ৷ মাঠে তখন সুব্রত ভট্টাচার্য, সমর ভট্টাচার্য, কম্পটন দত্ত এবং মনোরঞ্জন ভট্টাচার্যরা খেলতে ব্যস্ত ৷ মাঠের বাইরের উত্তেজনা দেখে তাঁরা ম্যাচ বন্ধ করে দেন ৷
অভিযোগ উঠেছিল, সেই ম্যাচে পুলিশি নিরাপত্তা তেমন ছিল না ৷ আর সেই সুযোগে দুই দলের সমর্থকরা এক সঙ্গেই বসেছিলেন ৷ পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে, তৎকালীন ইডেনের সরু রাস্তা দিয়ে দুই দলের সমর্থকরা প্রাণে বাঁচতে দৌড়তে শুরু করেন ৷ তখনই পদপিষ্ট হয়ে বহু মানুষ মারা যান ৷ এমনকি বেশ কয়েকজন ইডেনের গ্যালারি থেকে নিচে কংক্রিটের উপর ঝাঁপ দেন ৷ ওই ঘটনায় ইস্টবেঙ্গল-মোহনবাগানের বহু সমর্থক আহত হয়েছিলেন ৷ 16 অগস্টকে তারপর থেকে ভারতে ফুটবল লাভার্স ডে হিসাবে পালন করা হয় ৷ সম্প্রতি এই দিনটিকে 'খেলা হবে দিবস' হিসেবে পালনের সিদ্ধান্ত হয়েছে ।