পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Chess World Cup 2023: আনন্দের নজির ছুঁয়ে দাবা বিশ্বকাপের ফাইনালে আঠারোর প্রজ্ঞানন্দ - দাবা বিশ্বকাপ

R Pragganandha: FIDE দাবা বিশ্বকাপ 2023-এর ফাইনালে পৌঁছলেন আর প্রজ্ঞানন্দ ৷ ফাইনালে পৌঁছে ইতিহাস তৈরি করল সে ৷ বিশ্বনাথন আনন্দের পর এই প্রথম ভারতের কোনও খেলোয়াড় ফাইনালে উঠলেন। সেরার সেরা শিরোপা জয়ের জন্য তার পরবর্তী প্রতিপক্ষ নরওয়ের ম্যাগনাস কার্লসেন ৷

Chess World Cup 2023
দাবা বিশ্বকাপের ফাইনালে আঠারোর প্রজ্ঞানন্দ

By

Published : Aug 21, 2023, 9:45 PM IST

Updated : Aug 22, 2023, 7:05 AM IST

বাকু, 21 অগস্ট: দাবা বিশ্বকাপের ফাইনালে রমেশবাবু প্রজ্ঞানন্দ ৷ দাবা বিশ্বকাপের শেষ চারে পৌঁছেই নজির গড়ে ফেলেছিল 18 বছরের এই তরুণ দাবাড়ু। সেমিফাইনালেও জারি রইল সাফল্যের দৌড় ৷ বিশ্বনাথন আনন্দের সাফল্য ছুঁয়ে দ্বিতীয় ভারতীয় হিসেবে দাবা বিশ্বকাপের ফাইনালে পৌঁছল প্রজ্ঞানন্দ ৷ সোমবার টাইব্রেকারে বিশ্বের তিন নম্বর ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারাল তামিলনাড়ুর এই গ্র্যান্ডমাস্টার। ফাইনালে তিনি খেলবেন ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের বিপক্ষে। এর আগে 2000, 2007, 2008, 2010 এবং 2012 সালে বিশ্ব চ্যাম্পিয়নের এই কৃতিত্ব অর্জন করেছিলেন বিশ্বনাথন আনন্দ।

ফাইনাল নিশ্চিত করে গ্র্যান্ডমাস্টার বলেন, "আমি টুর্নামেন্টে ম্যাগনাসের সঙ্গে খেলব বলে আশা করিনি ৷ কারণ সেক্ষেত্রে তাঁর সঙ্গে খেলতে হলে আমাকে ফাইনালে উঠতে হত ৷ আর আমি ফাইনালে উঠব বলে আশা করিনি ৷ আমি শুধু আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি ৷ পরবর্বতীতেও দেব ৷ আজ বিশ্বের তিন নম্বর কারুয়ানার বিরুদ্ধে প্রজ্ঞানন্দের লড়াই মোটেই সহজ ছিল না। রবিবার প্রথম দু'টি ক্লাসিক্যাল গেম ড্র হওয়ায় সোমবার ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই বাজিমাত ভারতের কিশোর দাবাড়ু। 3.5-2.5 পয়েন্টের ব্যবধানে জিতেছেন। এই জয়ের সুবাদে প্রজ্ঞানন্দ ক্যান্ডিডেটস 2024-এও নিজের জায়গা পাকা করে ফেললেন।

আরও পড়ুন:'মায়ের স্বপ্নেই বাঁচছি', জাতীয় দলের জার্সিতে আত্মপ্রকাশের পর প্রতিক্রিয়া রিঙ্কুর

ফাইনালে, প্রজ্ঞানন্দ প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্বের 1 নম্বর দাবা তারকা ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে। ফাইনাল ম্যাচ জিতে তরুণ দাবা প্রতিভা প্রজ্ঞানন্দ নতুন ইতিহাস গড়বেন কি না, সেটাই দেখার। ক্যান্ডিডেটস টুর্নামেন্টে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের পর সেমিফাইনালে প্রবেশকারী প্রথম দাবা খেলোয়াড় হয়েছেন 18 বছর বয়সি আর প্রজ্ঞানন্দ। আর এবার প্রজ্ঞানন্দ ফাইনাল নিশ্চিত করায় আনন্দের পর দ্বিতীয় বিশ্বচ্যাম্পিয়নের খোঁজে দেশ। সেটা অসম্ভব নয় মোটেই ৷ কারণ সাম্প্রতিক অতীতে প্রজ্ঞানন্দর বিরুদ্ধে কীভাবে বারংবার হোঁচট খেয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেন, তা দাবা অনুরাগীদের অজানা নয় ৷

আরও পড়ুন:প্রথম অলিম্পিকস পদক জয়ের 7 বছর পূর্তি, আবেগঘন পিভি সিন্ধু

Last Updated : Aug 22, 2023, 7:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details