বাকু, 21 অগস্ট: দাবা বিশ্বকাপের ফাইনালে রমেশবাবু প্রজ্ঞানন্দ ৷ দাবা বিশ্বকাপের শেষ চারে পৌঁছেই নজির গড়ে ফেলেছিল 18 বছরের এই তরুণ দাবাড়ু। সেমিফাইনালেও জারি রইল সাফল্যের দৌড় ৷ বিশ্বনাথন আনন্দের সাফল্য ছুঁয়ে দ্বিতীয় ভারতীয় হিসেবে দাবা বিশ্বকাপের ফাইনালে পৌঁছল প্রজ্ঞানন্দ ৷ সোমবার টাইব্রেকারে বিশ্বের তিন নম্বর ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারাল তামিলনাড়ুর এই গ্র্যান্ডমাস্টার। ফাইনালে তিনি খেলবেন ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের বিপক্ষে। এর আগে 2000, 2007, 2008, 2010 এবং 2012 সালে বিশ্ব চ্যাম্পিয়নের এই কৃতিত্ব অর্জন করেছিলেন বিশ্বনাথন আনন্দ।
ফাইনাল নিশ্চিত করে গ্র্যান্ডমাস্টার বলেন, "আমি টুর্নামেন্টে ম্যাগনাসের সঙ্গে খেলব বলে আশা করিনি ৷ কারণ সেক্ষেত্রে তাঁর সঙ্গে খেলতে হলে আমাকে ফাইনালে উঠতে হত ৷ আর আমি ফাইনালে উঠব বলে আশা করিনি ৷ আমি শুধু আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি ৷ পরবর্বতীতেও দেব ৷ আজ বিশ্বের তিন নম্বর কারুয়ানার বিরুদ্ধে প্রজ্ঞানন্দের লড়াই মোটেই সহজ ছিল না। রবিবার প্রথম দু'টি ক্লাসিক্যাল গেম ড্র হওয়ায় সোমবার ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই বাজিমাত ভারতের কিশোর দাবাড়ু। 3.5-2.5 পয়েন্টের ব্যবধানে জিতেছেন। এই জয়ের সুবাদে প্রজ্ঞানন্দ ক্যান্ডিডেটস 2024-এও নিজের জায়গা পাকা করে ফেললেন।