হ্যাংঝাউ, 3 অক্টোবর:চলতি এশিয়াডে রবিবার অর্থাৎ অষ্টম দিনে শেষ সোনা এসেছিল ভারতের ঝুলিতে ৷ গতকাল সোনার মুখ দেখেনি দেশ ৷ তবে মঙ্গলবার দেশকে ফের সোনার স্বাদ এনে দিলেন পারুল ৷ ভারতের 'রান মেশিন' আজ দৌড়ের শেষ পর্যায়ে এসে বাজিমাত করেন ৷ জাপানের রিরিকা হিরোনাকাকে টপকে পোডিয়াম শীর্ষে তিনি।
ফাইনালে ভারতের বড় ভরসা ছিলেন পারুল। শুরু থেকেই প্রথম তিনজনের মধ্যে জায়গা করে নেন পারুল। সবাই নিজেদের দম ধরে রেখে দৌড়চ্ছিলেন ৷ যত সময় এগোচ্ছিল তত দূরত্ব বাড়ে প্রতিযোগীদের মধ্যে। পারুল কিন্তু নিজের জায়গা ঠিক ধরে রাখেন ৷ পিছিয়ে পড়েননি খুব একটা ৷ আর এন্ড লাইনের আগে নিজের সেরাটা দিয়ে দেখিয়ে দেন মেরঠের রানার ৷ 5000 মিটার শেষ করতে তিনি সময় নিলেন 15 মিনিট 14.75 সেকেন্ড।সোমবার 3000 মিটার দৌড়ের ফাইনালে নেমেছিলেন পারুল। সেখানে দ্বিতীয় স্থানে শেষ করে রুপো পান তিনি।
দ্বিতীয় স্থানে শেষ করে খুব একটা খুশি দেখাচ্ছিল না-তাঁকে। হয়তো আজকের জয়ের এই খুশিটার অপেক্ষায় ছিলেন ৷ আসলে সোনা জিততে চাইছিলেন তিনি। সোমবারের দুঃখ মঙ্গলবার ভোলালেন পারুল। সেইসঙ্গে অভাবনীয় পারুল এশিয়ান গেমসে নতুন ইতিহাস লিখে ফেললেন। স্টেপলচেজে রুপোর পর 5 হাজার মিটারে সোনা। অগস্ট মাসে বুদাপেস্টে বিশ্ব মিটেই চমকে দিয়েছিলেন ৷ এখনও পর্যন্ত অ্যাথলেটিক্স থেকে এল 18 নম্বর মেডেল। এ নিয়ে পারুলের সোনা জয়ের ফলে এশিয়ান গেমসে ভারতের সোনাজয়ের সংখ্যা পৌঁছল চোদ্দোয় ৷
আগেরবার সংখ্যাটা ছিল 16। আগেরবার সব মিলিয়ে 70টি পদক জিতেছিল টিম ইন্ডিয়া। এবার ইতিমধ্যেই 64টি পদক ভারতের ঝুলিতে এসে গিয়েছে। এখন দেখার শেষ পর্যন্ত টিম ইন্ডিয়া 100 পদক জয়ের টার্গেট পূরণ করতে পারে কি? অন্যদিকে, 156টি সোনা পদক নিয়ে এক নম্বরে রয়েছে চিন।
আরও পড়ুন:পয়েন্টের বন্যায় প্রতিপক্ষকে হারাল ভারতের কবাডি টিম, 29 বছর পর পদক এল ক্যানয়ে