হ্যাংঝাউ, 6 অক্টোবর: 19তম এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল গত মাসে ৷ 23 সেপ্টেম্বর অর্থাৎ প্রথম দিন সকালেই প্রথম পদক ঘরে তোলে ভারত ৷ 10 মিটার এয়ার রাইফেল বিভাগে রূপো জিতে নেন মেহুলি ঘোষ, আশি চৌকসে এবং রমিতা জিন্দাল ৷ সেই পদক সংখ্য়া দেখতে দেখতে ছাড়িয়ে গিয়েছে 100 ৷ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া শুক্রবারই জানাল এই খুশির খবর ৷ প্রথম থেকেই এবার সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল একটাই স্লোগান 'ইসবার 100 পার' ৷ সেই স্লোগান ইতিমধ্য়েই সত্যি প্রমাণ করলেন নীরজ চোপড়া, মনপ্রীত সিংহরা ৷
2018 সালে সর্বোচ্চ 70টি পদক জয় করেছিল ভারত ৷ শুক্রবারের হিসাব অনুযায়ী সেই সংখ্যা ছাড়াল 100 ৷ এদিন সকালে বাংলাদেশকে হারিয়ে পদক নিশ্চিত করে ভারতীয় ক্রিকেট দল ৷ ঋতুরাজ গায়কোয়ারের নেতৃত্বে বাংলাদেশকে উড়িয়ে রৌপ্য পদক নিশ্চিত করে তারা ৷ এরপর তিরন্দাজির রিকার্ভ বিভাগে ব্রোঞ্জ পদক জয় করে ভারতীয় মহিলা দল ৷ পুরুষ দলও এদিন রুপো জেতে একই বিভাগে ৷