পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asian Games 2023: নবম দিনের শেষে আরও চারটি পদক এল দেশের ঝুলিতে, 60টি মেডেল নিয়ে ভারতের স্থান চতুর্থ - হ্যাংঝাউ এশিয়াডে

হ্যাংঝাউ এশিয়াডে শুরু থেকেই ভারতের ঝুলিতে আসছে একের পর এক পদক ৷ এবারের প্রতিযোগীরা অন্যান্য বারের তুলনায় রেকর্ড সংখ্যক পদক আনছেন ৷ আজও 7টি পদক এসেছে ভারতের ঘরে ৷ চলতি এশিয়াডে নবম দিনে ভারতের পদকের সংখ্যা দাঁড়াল 60 ৷ স্থান চতুর্থ ৷ তার মধ্যে 13টি সোনা, 24টি রুপো 23টি ব্রোঞ্জ ৷

সৌঃ টুইটার
Asian Games 2023

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 11:03 PM IST

হ্যাংঝাউ, 2 অক্টোবর: চলতি এশিয়ান গেমসে নবম দিনে রুপো ও ব্রোঞ্জ মিলিয়ে ভারত পেল 7টি পদক ৷ সোমবার 4x400 মিটার মিক্সড রিলে'তে রুপো জেতেন ভারতের মহম্মদ আজমল, আর বিথ্যা রামরাজ, রাজেশ রমেশ ও শুভা বেঙ্কটেসান ৷ অন্যদিকে মেয়েদের লং জাম্পে রুপো জিতেছেন ভারতীয় কন্যা সোজন অ্যান্সি। আরও একটি রুপো ও ব্রোঞ্জ এসেছে একই ইভেন্ট মহিলাদের 3 হাজার মিটার স্টেপলচেজে। চলতি এশিয়াডে নবম দিনে ভারতের পদকের সংখ্যা দাঁড়াল 60 ৷ স্থান চতুর্থ ৷ তার মধ্যে 13টি সোনা, 24টি রুপো 23টি ব্রোঞ্জ ৷

আজ সোমবার, সপ্তাহের শুরুতেই, 7টি পদকের মধ্যে 3টি রুপো ও বাকি 4টে ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে । 19তম এশিয়ান গেমসের নবম দিনে হ্যাংঝাউতে ভারতের ঝুলিতে সোনা না-এলেও মোট পদক সংখ্যা 60-এ পৌঁছে গিয়েছে । এদিনের প্রাপ্ত 7টি মেডেলের মধ্যে পাঁচটি'ই এসেছে অ্যাথলেটিক্স । শুটিংয়ের পর এখনও পর্যন্ত অ্যাথলেটিক্সে সবথেকে বেশি মেডেল জিতেছে ভারত।

22 বছর বয়সি সোজন অ্যান্সি লং জাম্পে 6.63 মিটার লাফ দিয়ে রুপো জিতেছেন । অন্যদিকে, চিনের শিকি 6.73 মিটার লাফ দিয়ে সোনা জেতেন । অন্যদিকে, 4x400 মিটার মিক্সড রিলেতে সোনা জিতেছেন বাহরিনের অ্যাথলিটরা । ভারতের হয়ে মহম্মদ আজমল, বিথ্যা রামরাজ, রাজেশ রামেশ, শুভ ভেঙ্কটেশন রুপো জেতেন ৷

অন্যদিকে, পারুল চৌধুরী এবং প্রীতি 3000 মিটার স্টেপলচেজে যথাক্রমে রুপো ও ব্রোঞ্জ এনে দিয়েছেন ভারতকে। সোমবার ফাইনালে দ্বিতীয় হন পারুল চৌধুরী ৷ গেম শেষ করতে সময় নেন 9 মিনিট 27.63 সেকেন্ড ৷ তৃতীয় হন ভারতেরই প্রীতি। 9 মিনিট 43.32 সেকেন্ডে রেস শেষ করে ব্রোঞ্জ পদক ছিনিয়ে নেন ভারতীয় অ্যাথলিট । এই ইভেন্টে এশিয়ান গেমসে রেকর্ড গড়ে সোনা জেতেন বাহারিনের উইনফ্রেড মিউটাইল ইয়াভি।

তবে এবারের এশিয়ান গেমসে এই প্রথম একই অ্যাথলেটিক্স ইভেন্ট থেকে জোড়া পদক পেল না ভারত। রবিবার পুরুষদের 1500 মিটার ফাইনালেও রুপো এবং ব্রোঞ্জ জেতে ভারত। রুপো জেতেন অজয়কুমার সরোজ। ব্রোঞ্জ জেতেন জিনসন জনসন। সার্বিকভাবে এবার অ্যাথলেটিক্সে পরপর পদক পাচ্ছে ভারত।

  • ভারত নবম দিনের শেষে পদক তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। ভারতের দখলে মোট 13টি সোনা, 24টি রুপো ও 23টি ব্রোঞ্জ রয়েছে । প্রথম তিনে রয়েছে, যথাক্রমে চিন, জাপান, রিপাবলিক অফ কোরিয়া ।

আরও পড়ুন:পদকজয়ীরা ফিরলেন দেশে, ক্রীড়ামন্ত্রী দিলেন 'পুরস্কার সম্মান'

ABOUT THE AUTHOR

...view details