হ্যাংঝাউ, 2 অক্টোবর: চলতি এশিয়ান গেমসে নবম দিনে রুপো ও ব্রোঞ্জ মিলিয়ে ভারত পেল 7টি পদক ৷ সোমবার 4x400 মিটার মিক্সড রিলে'তে রুপো জেতেন ভারতের মহম্মদ আজমল, আর বিথ্যা রামরাজ, রাজেশ রমেশ ও শুভা বেঙ্কটেসান ৷ অন্যদিকে মেয়েদের লং জাম্পে রুপো জিতেছেন ভারতীয় কন্যা সোজন অ্যান্সি। আরও একটি রুপো ও ব্রোঞ্জ এসেছে একই ইভেন্ট মহিলাদের 3 হাজার মিটার স্টেপলচেজে। চলতি এশিয়াডে নবম দিনে ভারতের পদকের সংখ্যা দাঁড়াল 60 ৷ স্থান চতুর্থ ৷ তার মধ্যে 13টি সোনা, 24টি রুপো 23টি ব্রোঞ্জ ৷
আজ সোমবার, সপ্তাহের শুরুতেই, 7টি পদকের মধ্যে 3টি রুপো ও বাকি 4টে ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে । 19তম এশিয়ান গেমসের নবম দিনে হ্যাংঝাউতে ভারতের ঝুলিতে সোনা না-এলেও মোট পদক সংখ্যা 60-এ পৌঁছে গিয়েছে । এদিনের প্রাপ্ত 7টি মেডেলের মধ্যে পাঁচটি'ই এসেছে অ্যাথলেটিক্স । শুটিংয়ের পর এখনও পর্যন্ত অ্যাথলেটিক্সে সবথেকে বেশি মেডেল জিতেছে ভারত।
22 বছর বয়সি সোজন অ্যান্সি লং জাম্পে 6.63 মিটার লাফ দিয়ে রুপো জিতেছেন । অন্যদিকে, চিনের শিকি 6.73 মিটার লাফ দিয়ে সোনা জেতেন । অন্যদিকে, 4x400 মিটার মিক্সড রিলেতে সোনা জিতেছেন বাহরিনের অ্যাথলিটরা । ভারতের হয়ে মহম্মদ আজমল, বিথ্যা রামরাজ, রাজেশ রামেশ, শুভ ভেঙ্কটেশন রুপো জেতেন ৷