হ্যাংঝাউ, 3 অক্টোবর:মহিলাদের জ্যাভলিনে সোনা জিতলেন অন্নু রানি ৷ খানিক আগেই দেশকে সোনা দিয়েছেন পারুল চৌধুরি ৷ 5000 মিটার দৌড়ে দেশকে পদক দিয়েছেন বছর আঠাশের পারুল ৷ এবার নীরজ চোপড়ার ঝলক দেখিয়ে ভারতকে পদক এনে দিলেন মেরঠের 'সোনার মেয়ে' ৷ এদিন সোনা জয়ের পথে 62.92 মিটার জ্যাভলিন ছোড়েন অন্নু। মহিলাদের 'নীরজ চোপড়া'র ঝলক দেখল দেশ ৷ উত্তরপ্রদেশের এই দুই কন্যা গেমসের দশম দিন দেশকে এনে দিলেন জোড়া সোনার পদক ৷
গত বছর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পেয়েছিলেন ভারতের এই মহিলা জ্যাভলিন থ্রোয়ার। আর এবারের এশিয়ান গেমসে আনলেন সোনার পদক। প্রথম তিনটি থ্রোয়ে অবশ্য তার কোনও আভাস পাওয়া যায়নি। চতুর্থ প্রচেষ্টায় চমকে দিলেন উত্তরপ্রদেশের মেরঠের 31 বছরের মেয়ে। এটাই এ মরশুমের সেরা থ্রো তাঁর। তাঁর সঙ্গে টক্কর হচ্ছিল শ্রীলঙ্কার নাদিশা দিলশান ও চিনের লিউ হুইহুইয়ের। তবে অন্নু রানি চতুর্থ প্রচেষ্টায় ছুড়লেন 62.92 মিটার। চলতি মরশুমে নিজেকেই ছাপিয়ে গেলেন। এই ইভেন্টে রুপো পেয়েছেন শ্রীলঙ্কার নাদিশা দিলহান। 9 বছর আগে ইঞ্চেয়ন এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন অন্নু। তাও আবার এশিয়ান গেমসের বড় মঞ্চে।