পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Wrestlers Unhappy with Committee: তদারকি কমিটি গঠন নিয়ে আলোচনা করা হয়নি, ক্ষোভপ্রকাশ কুস্তিগীরদের - ভিনেশ ফোগত

ক্রীড়ামন্ত্রকের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ কুস্তিগীরদের (Wrestlers Unhappy with Committee) ৷ মেরি কমের নেতৃত্বে তদারকি কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি গঠনের জন্য তাঁদের সঙ্গে আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন তাঁরা ৷

Wrestlers Unhappy with Committee ETV BHARAT
Wrestlers Unhappy with Committee

By

Published : Jan 24, 2023, 10:08 PM IST

নয়াদিল্লি, 24 জানুয়ারি: রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার সভাপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে মেরি কমের নেতৃত্বে তদারকি কমিটি গঠন করা হয়েছে ৷ যে কমিটি গঠন নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করলেন ভিনেশ ফোগত, সাক্ষী মালিক, বজরং পুনিয়া এবং সরিতা মোর (Indian Wrestlers Unhappy With Sports Ministry) ৷ অভিযোগ করলেন, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কমিটি গঠনের আগে তাঁদের সঙ্গে আলোচনা করা হবে ৷ কিন্তু, গতকাল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর তদারকি কমিটি গঠন করেছেন ৷ তা চূড়ান্ত করার আগে অভিযোগকারী কুস্তিগীরদের সঙ্গে আলোচনা করা হয়নি ৷

সোমবার সকালে কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের মন্ত্রী অনুরাগ ঠাকুর 5 সদস্যের তদারকি কমিটি গঠন করেন ৷ যে কমিটি রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ খতিয়ে দেখবে ৷ পাশাপাশি, ফেডেরেশনের রোজকার কাজকর্ম সামলাবে ৷ যে কমিটির নেতৃত্বে রয়েছেন অলিম্পিক্সে পদক জয়ী বক্সার মেরি কম ৷ যে কমিটি নিয়ে এদিন ক্ষোভপ্রকাশ করে একই টুইট করেন ভিনেশ ফোগত, বজরং পুনিয়া এবং সাক্ষী মালিক ৷

ওই তদারকি কমিটির বাকি 4 সদস্য হলেন, অলিম্পিক্স পদক জয়ী কুস্তিগীর যোগেশ্বর দত্ত, প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় এবং মিশন অলিম্পিক্স সেলের সদস্য ত্রুপ্তি মুরগুন্ডে, প্রাক্তন টপস চিফ এক্সিকিউটিভ অফিসার রাজাগোপালান এবং সাই-এর প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর (দল) রাধিকা শ্রীমান ৷ কুস্তিগীররা যে টুইটটি এদিন করেছেন ৷ তাতে বলা হয়, ‘‘আমাদের আশ্বস্ত করা হয়েছিল যে, তদারকি কমিটি গঠনের আগে আমাদের সঙ্গে পরামর্শ করা হবে ৷ এটা খুবই দুঃখজনক যে এই কমিটি গঠনের আগে আমাদের সঙ্গে পরামর্শ করা হয়নি ৷’’ টুইটটি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রীকে উদ্দেশ্য করে করা হয় ৷

আরও পড়ুন:টেস্ট চ্য়াম্পিয়নশিপ ও বিশ্বকাপকে গুরুত্ব দিয়ে বিরাট-রোহিতকে বিশ্রাম

উল্লেখ্য, রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা এবং মানসিকভাবে চাপ তৈরি করার অভিযোগ উঠেছে ৷ যার প্রতিবাদে যন্তর-মন্তরে 3 দিন ধরে ধরনায় বসেন, ভিনেশ ফোগত, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়া-সহ জাতীয় স্তরের কুস্তিগীররা ৷ চাপের মুখে ব্রিজভূষণ শরণ সিংকে সভাপতি পদ থেকে তদন্ত না হওয়া পর্যন্ত পদ থেকে সরিয়ে দেয় ক্রীড়ামন্ত্রক ৷ আশ্বস্ত করা হয়, কমিটি গঠন করে বিষয়টি তদন্ত করা হবে ৷ সেই কমিটি নিয়েই এবার সরব হলেন কুস্তিগীররা ৷

আরও পড়ুন:ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করবে মেরি কম নেতৃত্বাধীন কমিটি

ABOUT THE AUTHOR

...view details