পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asian Games 2023: এশিয়াডের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে 13 গোল দিল ভারতের মহিলা হকি দল

Indian Women's Hockey Team in 19th Asian Games: এশিয়াডে পুল-এ’র ম্যাচে সিঙ্গাপুরকে 13-0 গোলে হারাল ভারতীয় মহিলা হকি দল ৷ ভারতের পরের ম্যাচ মালয়েশিয়ার বিরুদ্ধে ৷ প্রথম ম্যাচ বিশাল ব্যবধানে জেতায় ভারতের সেমি-ফাইনালে ওঠা প্রায় নিশ্চিত ৷

Image Courtesy: Olympic Khel Twitter/X
Image Courtesy: Olympic Khel Twitter/X

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 5:44 PM IST

হ্যাংঝাউ, 27 সেপ্টেম্বর: পুরুষ দলের পদাঙ্ক অনুসরণ করে এশিয়াডে শুরুটা দুর্দান্ত করল ভারতের মহিলা হকি দলও ৷ পুল-এ’র প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে 13 গোলের মালা পরাল ভারতের মেয়েরা ৷ হ্যাংঝাউতে সিঙ্গাপুরকে 13-0 গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ভারতীয় দল ৷ ম্যাচের শুরু থেকেই এ দিন আক্রমণে যান ভারতীয় খেলোয়াড়রা ৷ অসাধারণ দক্ষতায় ম্যাচের 6 মিনিটে প্রথম গোল করে ভারত ৷ এদিন ভারতের জয়ে তারকা সঙ্গীতা কুমারী ৷ তিনি এশিয়াডের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন ৷

6 মিনিটের মাথায় ভারতের প্রথম গোলটি করেন উদিতা ৷ এর পরপরই সুশীলা চানু ভারতের দ্বিতীয় গোলটি করেন ৷ এরপর আক্রমণে আরও ঝাঁঝ বাড়ান সঙ্গীতারা ৷ সুশীলার গোলের তিন মিনিটের মাথায় দীপিকা তৃতীয় গোলটি করেন ৷ কিন্তু, প্রথম কোয়ার্টার শেষ হওয়ার আগেই ভারতের স্কোল 5-0 হয়ে যায় ৷ নভনীত কৌর কয়েক মিনিটের ব্যবধানে পরপর দু’টি গোল করে যান ৷ এই সময় সিঙ্গাপুরের রক্ষণ বিভাহকে ছন্নছাড়া দেখাচ্ছিল ৷

দ্বিতীয় কোয়ার্টারে আর ম্যাচে ফিরে আসতে পারেনি সিঙ্গাপুর ৷ প্রথম কোয়ার্টারে 5 গোল খাওয়ার ধাক্কা সামলে ওঠার আগেই পেনাল্টি থেকে দীপ গ্রেস এক্কা দ্বিতীয় কোয়ার্টারে ভারতের গোল সংখ্যা 6 করে দেন ৷ এরপর দলের হয়ে সপ্তম গোল করেন সঙ্গীতা কুমারি ৷ তার কিছুক্ষণের মধ্যে আরও দু’টি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সঙ্গীতা ৷ দ্বিতীয় কোয়ার্টার শেষ হওয়ার সময় ভারত 9-0 গোলে এগিয়ে যায় ৷ পরের দুই কোয়ার্টারে বন্দনা কাতারিয়া এবং মণিকা মিলে আরও 4টি গোল করেন ৷ সেই সঙ্গে 13-0 গোলে ভারতের জয় নিশ্চিত করেন তাঁরা ৷

আরও পড়ুন:বজরং পুনিয়া-সহ ঝাজ্জরের 8 খেলোয়াড়ের থেকে পদকের আশা এশিয়াডে

আজকের পুরো ম্যাচে ভারতের একের পর এক আক্রমণে অসহায় দেখিয়েছে সিঙ্গাপুর মহিলা দলের ডিফেন্সকে ৷ এই মুহূর্তে পুল-এ’তে সবার উপরে রয়েছে ভারতীয় মহিলা হকি দল ৷ ভারতের পরের ম্যাচ পুলের আরেক সদস্য মালয়েশিয়ার বিরুদ্ধে ৷ গ্রুপের প্রথম দু’টি দল সেমিফাইনালে প্রবেশ করবে ৷ সেই দৌড়ে প্রথম ম্যাচ 13-0 জেতার পর ভারতীয় মহিলা হকি দল অনেকটাই এগিয়ে গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details