ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ইতালিকে 5 গোল ব্লু উইমেন্সের, অলিম্পিক্সে যাওয়ার আশা আরও জোরালো ভারতের - FIH Olympic Qualifiers

FIH Olympic Qualifiers: 2024 প্যারিস অলিম্পিক্সে পৌঁছতে আরও একধাপ এগোল ভারতের মেয়েরা ৷ ইতালিকে 5 গোলে হারিয়ে যোগ্যতা অর্জন প্রতিযোগিতার সেমিফাইনালে উঠল ভারত। সেমিফাইনালে ভারতের সামনে জার্মানি ৷

ইতালিকে 5 গোল ব্লু উইমেন্সের
FIH Olympic Qualifiers
author img

By ANI

Published : Jan 17, 2024, 2:05 PM IST

Updated : Jan 17, 2024, 2:21 PM IST

রাঁচি, 17 জানুয়ারি:আসন্ন প্যারিস অলিম্পিক্সে যোগ্য়তা অর্জনের প্রথম ম্যাচে আমেরিকার কাছে ধাক্কা খায় ভারত ৷ ব্লু উইমেন্সরা তারপর নিউজিল্যান্ডকে হারায় 3-1 গোলে ৷ আর মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে ইতালিকেও 5-1 গোলে মাত দেয় 'উইমেন ইন ব্লু' ৷ রাঁচির জনতার উপস্থিতি ও টিম ইন্ডিয়ার দুর্দান্ত পারফরম্যান্স তাদেরকে সেমিফাইনালে যোগ্যতা অর্জন করতে সাহায্য করেছে। তাতে অলিম্পিক্সে যাওয়ার আশা আরও জোরালো ভারতের ৷

বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ শক্তিশালী জার্মানি। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে আমেরিকা এবং জাপান। ভারতের হয়ে উদিতা 2টি এবং নবনীত, দীপিকা এবং সালিমা একটি করে গোল করেছেন । 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' হয়েছেন উদিতা ৷ এদিনই কেরিয়ারের শততম আন্তর্জাতিক ম্যাচটি খেলতে নেমেছিলেন উদিতা দুহান। তিনি দলের জয়ে অবদান রাখলেন জোড়া গোল করে। ম্যাচের প্রথম ও 55 মিনিটের মাথায় গোল করেন উদিতা। দীপিকা 41 মিনিটে, সালিমা তেতে 45 মিনিটে এবং নবনীত কৌর 53 মিনিটে গোল করেন। ম্যাচের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে একটি গোল শোধ করে ইতালি।

ভারতের মহিলা হকি দলের অধিনায়ক সবিতা বলেন,"পরের ম্যাচ জার্মানির সঙ্গে ৷ আমরা ইতিমধ্য়েই কয়েকবার ওদের বিপক্ষে খেলেছি ৷ আমরা আত্মবিশ্বাসী ৷ পুরো দল ছন্দে রয়েছে ৷ আমরা আক্রমণাত্মক খেলতে পছন্দ করি ৷ ওরাও ভালো টিম ৷ সুযোগ পেলেই আমরা তা কাজে লাগাব ৷" এই জয়ের ফলে পুল বি-তে ভারত দ্বিতীয় স্থান নিয়ে শেষ চারে পৌঁছল। ভারত তিনটি ম্যাচের 2টিতে জিতেছে। অপরাজেয় থেকে পুল বি-র শীর্ষস্থান দখল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ভারত সেমিফাইনালে খেলবে পুল এ-র শীর্ষ স্থানাধিকারী জার্মানির। মার্কিন মেয়েরা ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে জাপানের বিরুদ্ধে। প্রথম তিনে থাকা দল প্যারিস অলিম্পিক্স মহিলা হকিতে অংশগ্রহণের ছাড়পত্র পাবে।

আরও পড়ুন:

  1. কিউয়িদের হারিয়ে অলিম্পিক্সে যাওয়ার আশা বেঁচে রইল মহিলা হকি দলের
  2. তিলোত্তমায় আবেগে ভাসলেন লয়েড, আইসিসি'র অর্থবৈষম্য নিয়েও সরব কিংবদন্তি অধিনায়ক
  3. লক্ষ্য লাল-হলুদ 'বধ', ভুবনেশ্বরে পা দিয়েই প্র্যাকটিসে নেমে পড়লেন হাবাস
Last Updated : Jan 17, 2024, 2:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details