পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

CWG 2022: কমনওয়েলথে চতুর্থ সোনা ভারতের! লন বোলসে ইতিহাস তৈরি করল দেশের মেয়েরা - কমনওয়েলথে চতুর্থ সোনা ভারতের

কমনওয়েলথ গেমসে লন বোলসে এই প্রথম পদক পেল মেয়েরা (Indian Women Lawn Bowls Team Wins Gold) ৷ প্রথমেই স্বর্ণপদক ৷ বার্মিংহামে সোনা জিতে ফের একবার তেরঙ্গা ওড়ালেন পিঙ্কি, লাভলি চৌবেরা ৷

CWG 2022
ফের সোনা ভারতের

By

Published : Aug 2, 2022, 7:25 PM IST

Updated : Aug 2, 2022, 9:19 PM IST

বার্মিংহ্যাম, 2 অগস্ট: ইতিহাসে ভারতের মহিলা লন বোলস দল । দক্ষিণ আফ্রিকাকে 17-10 ব্যবধানে হারিয়ে কমনওয়েলথ গেমসে দেশকে চতুর্থ সোনা এনে দিলেন তারা । গেমসের ইতিহাসে এই প্রথম লন বোলসে স্বর্ণপদক এল ভারতের ঘরে (Indian Women Lawn Bowls Team Wins Gold)। এই সোনা জয় তাই প্রশ্নাতীতভাবে ঐতিহাসিক হয়ে রইল । আর ঐতিহাসিক সোনা জয়ের চার কান্ডারি পিঙ্কি, রুপা রানি তিরকে, নয়নমণি সাইকিয়া এবং লাভলি চৌবে ।

মারকুটে পারফরম্যান্সে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ধরাশায়ী করে লাভলি চৌবে অ্যান্ড কোম্পানি । 7 পয়েন্টের লিড বজায় রেখে ভারতের 'চার রানি' কমনওয়েলথে প্রথম স্বর্ণপদক এনে দেয় দেশকে ৷ কমনওয়েলথ গেমসে এই ইভেন্টে এর আগে কোনওদিন পদক আসেনি। লন বোলসে এতদিন দেশের সেরা পারফরম্যান্স বলতে ছিল চতুর্থস্থান। সেই পরিসংখ্যান সাফ হয়ে গেল মঙ্গলবার।

মেয়েরা মাঠে নেমে প্রথম থেকেই তাঁদের দাপট দেখাতে শুরু করেন

গতকাল, অর্থাৎ সোমবার লন বোলসের ফাইনালে উঠে ইতিহাস গড়ে ফেলেছিলেন লাভলিরা। মঙ্গলবার ছিল সেই ইতিহাসকে আরও স্মরণীয় করার সুযোগ ৷ ভারতের সামনে প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা ৷ ফাইনালে শুরু থেকেই তাঁদের দাপট দেখাতে শুরু করেন ভারতীয়রা ৷ প্রাথমিকভাবে 8-2 ব্যবধানে লিড নিয়ে সোনা জয়ের স্বপ্ন উসকে দেয় তাঁরা ৷

আরও পড়ুন:শিউলির সোনা থেকে সুশীলার রুপো... বার্মিংহাম গেমসে এ যাবৎ তেরঙ্গার দাপটের খুঁটিনাটি

হাল ছাড়েনি দক্ষিণ আফ্রিকাও ৷ ব্যবধান কমানোর লক্ষ্যে একসময় স্কোর সমানে-সমানে নিয়ে আসে তারা ৷ থাবেলো মুভাঙ্গো, ব্রিজেট ক্যালিটজ, এসমে ক্রুগার, এবং জোহান্না স্নিম্যান টিকে থাকতে স্কোর 8-8 করে। ভারতের পালটা আক্রমণে দিশে হারায় প্রোটিয়ারা ৷ শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে 17-10 ব্যবধানে হারিয়ে বার্মিংহ্যামে ফের তেরঙ্গা ওড়ান পিঙ্কি, রুপা রানি তিরকে, নয়নমণি সাইকিয়া এবং লাভলি চৌবে ৷ এই নিয়ে এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে সোনা এল চারটি ৷ আগের তিনটি সোনাই এসেছে ভারোত্তোলনে।

Last Updated : Aug 2, 2022, 9:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details