নয়াদিল্লি, 16 জুলাই : করোনা সংক্রমণের ভয়ে প্রচুর খেলোয়াড় টোকিয়ো অলিম্পিকস থেকে নাম তুলে নিয়েছেন ৷ বিশেষ করে টেনিসে ৷ আর সেই ফাঁকে অলিম্পিকসে পুরুষদের সিঙ্গলসের জন্য যোগ্যতা অর্জন করলেন ভারতের টেনিস খেলোয়াড় সুমিত নাগাল ৷ বিশ্ব টেনিস ক্রমতালিকায় 144 নম্বরে থাকা সুমিতের যোগ্যতা অর্জনের খবর ভারতীয় টেনিস ফেডারেশনকে জানিয়েছে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন ৷ তারপরই সুমিতকে টোকিয়ো পাঠানোর তোড়জোড় শুরু হয়েছে ৷
দ্বিবিজ শরণ নাম তুলে নেওয়ায় পুরুষদের ডাবলসে রোহন বোপান্নার সঙ্গে জুটি বাঁধতে পারেন সুমিত ৷ ক্রমতালিকা অনুযায়ী তাঁদের ডাবলসে নামা নিশ্চিত হবে ৷ অন্যদিকে সানিয়া মির্জার সঙ্গে মিক্সড ডাবলসেও অংশ নিতে পারেন ৷ তবে সবটাই নির্ভর করছে সুমিতের টোকিয়ো যাওয়ার উপর ৷ সুমিতের প্রত্যয়নের জন্য ইতিমধ্যেই ভারতীয় অলিম্পিকস অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলেছেন টেনিস ফেডারেশনের সাধারণ সচিব অনিল ধুপর ৷ তবে চোটের কারণে ছিটকে গিয়েছেন ইউকি ভামব্রি ৷