পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Tokyo Paralympics : ইতিহাস গড়ে ফাইনালে ভাবিনাবেন, নিশ্চিত রুপো - টোকিও প্যারালিম্পিকস

প্রথম ভারতীয় হিসেবে প্যারালিম্পিকসে টেবিল টেনিস বিভাগে ফাইনালে উঠলেন ভবিনাবেন প্যাটেল ৷ বাবার সোনা জিতবে মেয়ে ৷

s
s

By

Published : Aug 28, 2021, 10:31 AM IST

Updated : Aug 28, 2021, 11:22 AM IST

টোকিও, 28 অগস্ট: টোকিও প্যারালিম্পিকসে (Tokyo 2020 Paralympics) ইতিহাস গড়লেন ভারতীয় টেবিল টেনিস তারকা ভাবিনাবেন প্যাটেল (Bhavinaben Patel)। প্রথম ভারতীয় হিসেবে প্যারালিম্পিকসে টেবিল টেনিস বিভাগে ফাইনালে উঠলেন, এইসঙ্গে নিশ্চিত করে ফেললেন রৌপ্য পদক।

ফাইনালে বিশ্বের তিন নম্বর চিনের মিয়াও জিয়াংকে 3-2 ব্যবধানে হারিয়ে দিলেন ভাবিনাবেন ৷ 34 মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচের ফল দাঁড়ায় 7-11, 11-7, 11-4, 9-11 ও 11-8। ফাইনালে বিশ্বের এক নম্বর প্যাডলার ওয়াং ঝাউ-এর মুখোমুখি হবেন 34 বছরের ভারতীয় টেবিল টেনিস তারকা ৷

আরও পড়ুন: Tokyo Paralympics 2020 : ইতিহাস গড়ে টেবিল টেনিসের সেমিফাইনালে ভাবিনা

এর আগে শুক্রবার মহিলা সিঙ্গলসের ক্লাস 4 ইভেন্টে বিশ্বের পাঁচ নম্বর তারকা সার্বিয়ার পেরিচ র‌্যানকোভিচকে 18 মিনিটের স্ট্রেট গেমে হারিয়ে দেন ভারতীয় টেবিল টেনিস (Table Tennis) খেলোয়াড়। ম্যাচের ফল হয় 11-5, 11-6, 11-7। তাতে নিশ্চিত হয় ব্রোঞ্জ পদক । এবার ফাইনালে রুপো নিশ্চিত ভাবিনাবেনের ৷ তারকা প্যাডলারের বাবা অবশ্য বলেছেন, সোনা জিতবে মেয়ে ৷

Last Updated : Aug 28, 2021, 11:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details