দিল্লি, 2জুলাই: সারা বছর মাঠে ময়দানে ঘুরেযাঁরা ক্রীড়াপ্রেমীদের জন্য খবর জোগাড় করেন,আজকের দিনটা তাদের জন্য ৷ আজ ওয়ার্ল্ডজার্নালিস্ট ডে ৷ খেলোয়াড়দের এক্সক্লুসিভ সাক্ষাৎকার থেকে পাঠকদের ক্রীড়াজগতেরনানা খবর দিয়ে সমৃদ্ধ করার চেষ্টায় রত থাকেন ক্রীড়া সাংবাদিকরা ৷ বিশ্ব ক্রীড়াসাংবাদিক দিবসে সেই মানুষগুলিকে কুর্নিশ জানিয়েছেন দেশের ক্রীড়াবিদরা ৷
ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন ক্রীড়াবিদরা - হরভজন সিং
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা দেশের নামীদামি ক্রীড়াবিদদের ৷
ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন ক্রীড়াবিদরা
তাঁরক্রিকেট কেরিয়ারের গুরুত্ব রাখেন এমন কয়েকজন সাংবাদিকের সঙ্গে তোলা ছবি টুইটারেশেয়ার করেছেন হরভজন সিং ৷ সঙ্গে ক্যাপশন, "ওয়ার্ল্ড স্পোর্টস ডে'র দিনে ক্রীড়া সাংবাদিকদের স্যালুটজানাই ৷ আমাদের গল্পগুলো এতটা প্যাশন দিয়ে লেখার জন্য ধন্যবাদ ৷ সমস্ত ক্রীড়াসাংবাদিকদের কাছে আমি কৃতজ্ঞ যারা আমার ক্রিকেট যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকরেছেন ৷"
সুরেশ রায়না লিখেছেন,"স্পোর্টসজার্নালিস্ট ডে'তে ক্রীড়ার সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানাই ৷অলিম্পিয়ান অঞ্জলি ভাগবত লেখেন,সমস্ত ক্রীড়া সাংবাদিকবন্ধুদের আজকের দিনে শুভেচ্ছা জানাই ৷ যারা আমাদের কেরিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকাপালন করে থাকেন ৷ তোমাদের সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ ৷"
বেঙ্গালুরু FC-র তরফে শুভেচ্ছা জানিয়ে লেখা হয়, "তারা প্রতিটি মুহূর্ত ধরে রাখে ৷ প্রতিটি গল্পকে সুন্দরভাবে বর্ণনা করে ৷ দারুণ লেখা, আকর্ষণীয় শিরোনাম, কড়া ডেডলাইন, কঠিন প্রশ্নমালা সাজিয়ে রাখা মানুষগুলিকে আমাদের তরফে ধন্যবাদ ৷"