পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Australian Open 2023: স্বদেশিকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে প্রণয় - Weng Hong Yang

HS Prannoy will Play Against Weng Hong Yang in Australian Open Final: রবিবার অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল খেলতে নামছেন শাটলার এইচএস প্রণয় ৷ মরশুমের দ্বিতীয় সিঙ্গলস খেতাব জয়ের লক্ষ্যে নামবেন তিনি ৷

Australian Open 2023 ETV BHARAT
Australian Open 2023

By

Published : Aug 5, 2023, 8:22 PM IST

Updated : Aug 5, 2023, 8:53 PM IST

সিডনি, 5 অগস্ট: অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন ভারতের তারকা শাটলার এইচএস প্রণয় ৷ প্রতিপক্ষ ভারতীয় প্রিয়াংশু রাজাওয়াতকে স্ট্রেট সেটে হারিয়ে সিজনের দ্বিতীয় সিঙ্গলস ফাইনালে উঠলেন তিনি ৷ 21 বছরের তরুণ শাটলার প্রিয়াংশু রাজাওয়াতকে শনিবার 21-18, 21-12 গেমে হারান বছর একত্রিশের প্রণয় ৷ জয় নিয়ে প্রণয় জানিয়েছেন, লাগাতার বিশ্বের সেরা 10 শাটলারের বিরুদ্ধে খেলে জিততে পারাটা খুবই আনন্দদায়ক এবং তৃপ্তির বিষয় ৷ বিশেষ করে আমার মতো যাঁরা 30 বা 40-এর কোঠায় চলে এসেছেন, তাঁদের জন্য বিষয়টা খুব কঠিন হয়ে দাঁড়ায় ৷

বিশ্বের 9 নম্বর ভারতীয় শাটলার আগামিকাল রবিবার চিনের ওয়েং হং ইয়াংয়ের বিরুদ্ধে ফাইনাল খেলতে নামবেন ৷ বিশ্বের 24 নম্বর চিনা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে মালয়েশিয়ান মাস্টার্সের ফাইনালে জিতেছিলেন প্রণয় ৷ যা গত 6 বছরে প্রণয়ের প্রথম কোনও ব্যক্তিগত সিঙ্গলস ফাইনাল ছিল ৷ এবার সুপার 500 ব্যাডমিন্টন বিভাগে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলবেন প্রণয় ৷ যে ম্যাচ জিতে মরশুমের দ্বিতীয় সিঙ্গলস খেতাব জয়ই প্রধান লক্ষ্য এইচএস প্রণয়ের ৷

তবে প্রতিদ্বন্দ্বীকে নিয়ে যথেষ্ট সতর্ক প্রণয় ৷ ভারতীয় শাটলার বলেন, "ওয়েং যথেষ্ট চালাক একজন শাটলার ৷ বড় ম্যাচে ও সবসময় ভালো খেলে ৷ গত ছ'মাসে ও যতগুলি বড় ম্যাচ খেলেছে, সেখানে বিশ্বের তাবড় শাটলারদের ও হারিয়েছে ৷ তাই ফাইনাল ম্যাচ কখনই সহজ হবে না আমার পক্ষে ৷ আর বাঁ-হাতি হওয়ায় ওয়েং এর অনেক বেশি অ্যাডভান্টেজ রয়েছে ৷’’ অন্যদিকে, প্রিয়াংশু রাজাওয়াত, যাঁকে হারিয়ে প্রণয় ফাইনালে উঠলেন ৷ এই তরুণ ভারতীয় শাটলার এই মরশুমে দারুণ শুরু করেছেন ৷ তবে, নিজের দেশেরই সিনিয়র শাটলারের কাছে এসে প্রিয়াংশুর বিজয়রথ থামল ৷ এটা তাঁর প্রথম কোনও সুপার 500 টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ ছিল ৷

আরও পড়ুন:মালয়েশিয়া মাস্টার্স চ্যাম্পিয়ন ভারতীয় শাটলার এইচএস প্রণয়

এ দিন ম্যাচের শুরু থেকে এইচএস প্রণয় দুরন্ত ফর্মে ছিলেন ৷ তাঁর প্রতিটি শটের মধ্যে আত্মবিশ্বাস ছিল ৷ এমনকি এই টুর্নামেন্টে বিশ্বের এক নম্বর এবং দু’নম্বর শাটলারকে হারিয়ে এই পর্যায়ে এসেছেন ভারতীয় এই শাটলার ৷ বিশ্বের 2 নম্বর শাটলারের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নেন তিনি ৷ আর কোয়ার্টার-ফাইনালে বিশ্বের পয়লা নম্বর জিন্টিংকে হারানোর প্রণয়ের সুপ্রিম ফর্মের অন্যতম নির্দশন ছিল ৷

Last Updated : Aug 5, 2023, 8:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details