পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Youngest Grand Master : 12 বছরেই দাবার চক্রব্যূহ ভেদ করে কনিষ্ঠতম গ্র্যান্ড মাস্টার অভিমন্যু মিশ্র - 12 বছরেই দাবার চক্রব্যূহ ভেদ করে কনিষ্ঠতম গ্র্যান্ড মাস্টার অভিমন্যু মিশ্র

সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হয়ে অভিমন্যু ভাঙলেন রাশিয়ার সার্জে কার্জাকিনের 2002 সালের গড়া রেকর্ড ৷ এতদিন কার্জাকিন ছিলেন সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার ৷

অভিমন্যু মিশ্র
অভিমন্যু মিশ্র

By

Published : Jul 1, 2021, 11:52 AM IST

নয়াদিল্লি, 1 জুলাই : সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হয়ে অনন্য রেকর্ড গড়ল ভারতীয় বংশোদ্ভূত অভিমন্যু মিশ্র ৷ মাত্র 12 বছর বয়সেই এই শিরোপা অর্জন করল বর্তমানে আমেরিকায় বসবাসকারী অভিমন্যু ৷ বুধবার হাঙ্গেরির বুদাপেস্টে এই কীর্তি গড়ে সে ৷

সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হয়ে অভিমন্যু ভাঙলেন রাশিয়ার সার্জে কার্জাকিনের 2002 সালের গড়া রেকর্ড ৷ এতদিন কার্জাকিন ছিলেন সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার ৷ মাত্র 12 বছর 7 মাস বয়সে গ্র্যান্ডমাস্টার হন তিনি । সেই দীর্ঘ 19 বছরের রেকর্ড ভাঙল অভিমন্যু ৷ গ্র্যান্ড মাস্টার হল মাত্র 12 বছর 4 মাস 25 দিনে ৷ 2009 সালের 5 ফেব্রুয়ারি মাসে তাঁর জন্ম হয় ৷

আরও পড়ুন : Messi : বার্সায় নেই লিও! ফের চুক্তিতে দশ বার ভাবছেন এলএম10

ইন্টারন্যাশনাল মাস্টার থেকে গ্র্যান্ডমাস্টার হয় অভিমন্যু ৷ সেখানেই 2500 এলো রেটিং পয়েন্ট পার করে সে । এমনটাই জানিয়েছে চেস ডট কম ওয়েবসাইট ৷ কয়েক মাস ধরেই বুদাপেস্টে আছে অভিমন্যু । সেখানেই গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য একের পর এক টুর্নামেন্ট খেলেছে সে ৷

ABOUT THE AUTHOR

...view details