নয়াদিল্লি, 1 জুলাই : সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হয়ে অনন্য রেকর্ড গড়ল ভারতীয় বংশোদ্ভূত অভিমন্যু মিশ্র ৷ মাত্র 12 বছর বয়সেই এই শিরোপা অর্জন করল বর্তমানে আমেরিকায় বসবাসকারী অভিমন্যু ৷ বুধবার হাঙ্গেরির বুদাপেস্টে এই কীর্তি গড়ে সে ৷
সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হয়ে অভিমন্যু ভাঙলেন রাশিয়ার সার্জে কার্জাকিনের 2002 সালের গড়া রেকর্ড ৷ এতদিন কার্জাকিন ছিলেন সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার ৷ মাত্র 12 বছর 7 মাস বয়সে গ্র্যান্ডমাস্টার হন তিনি । সেই দীর্ঘ 19 বছরের রেকর্ড ভাঙল অভিমন্যু ৷ গ্র্যান্ড মাস্টার হল মাত্র 12 বছর 4 মাস 25 দিনে ৷ 2009 সালের 5 ফেব্রুয়ারি মাসে তাঁর জন্ম হয় ৷